চট্টগ্রাম প্রতিনিধি
চসিক নির্বাচন
বিএনপির কাউন্সিলর প্রার্থী আটক

মোহাম্মদ ইসমাইল
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইল ওরফে বালিকে আটক করেছে পুলিশ।
চসিকের ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডে কয়েকটি কেন্দ্রে মারামারি ও ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ভাঙচুরের ঘটনার পর তাকে আটক করা হয়।
বুধবার দুপুর সাড়ে ১২টার পর ইসমাইল বালিকে আটক করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপির দক্ষিণ জোনের উপ-কমিশনার মেহেদী হাসান।
তিনি বলেন, ‘নির্বাচনে বিশৃঙ্খলা ও ভোটকেন্দ্রে ইভিএম মেশিন ভাঙচুরের অভিযোগে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইসমাইল বালিকে আটক করা হয়েছে।’
জানা গেছে, ৩৪নং পাথরঘাটা ব্রিকফিল্ড রোড এলাকার পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইভিএম মেশিন ভাঙচুর করা হয়। সেখানে বেলা ১১টা থেকে ওই কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও বিএনপির কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
ওই কেন্দ্রে চারটি বুথ আছে। সেখানে একটি ইভিএম মেশিন ভাঙচুরের ঘটনার পর সেখানে কয়েক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে। এরপর ভোটগ্রহণ শুরু হয়।
এই ৩৪ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থিত কাউন্সিলর প্রার্থী পুলক খাস্তগীর। বিএনপির প্রার্থী ইসমাইল বালি।
আইনিউজ/এসডিপি
- বাংলাদেশের বুকে ভয়ঙ্কর যত ঘূর্ণিঝড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসছে টনের টন প্লাস্টিক ও ই-বর্জ্য
- দেশে লাল কাঁঠাল চাষে ব্যাপক সম্ভাবনা
- বিশ্ববিদ্যালয় পড়ুয়া চার তরুণ উদ্যোক্তার হাত ধরে চাটগাঁ এক্সপ্রেস
- ভিন্ন ধর্মের হয়েও রোজাদারদের দ্বারে ইফতার নিয়ে ছাত্রলীগ নেত্রী
- নোয়াখালীতে ৬০ মাসে পঞ্চাশের অধিক নারী ধর্ষণ
- দারিদ্র্যতায় ফিকে হয়ে যাওয়া শিশুদের স্বপ্ন দেখাচ্ছেন তারা
- ত্রাণ চেয়ে ফেসবুকে পোস্ট: দলীয় কর্মীদের বিরুদ্ধে মামলা দিলেন এমপি
- যুদ্ধাপরাধী মামলার আসামির বিরুদ্ধে এবার নিয়োগ বাণিজ্যের অভিযোগ
- গাছে ঝুলছেন মা, পুকুরে আড়াই মাসের শিশুর লাশ