ঠাকুরগাঁও প্রতিনিধি
রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও'র প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল ও কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ।
এছাড়াও সভায় কমিটির সদস্য, বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমস্যা নিয়ে আরো বক্তব্য রাখেন- প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, মাহবুব আলম, শরৎচন্দ্র রায়, আবুল কাসেম, ও জিতেন্দ্র নাথ বর্মন, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক সোহেল রানা, সরকারি গার্লস হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রেসক্লাব সভাপতি কুশমত আলীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
আরও পড়ুন- ২১ বছরেও এমপিওভুক্ত হতে না পেরে মানবেতর জীবন কাটাচ্ছেন শিক্ষক বকুল
বক্তারা তাদের বক্তব্যে রাতোর ইউনিয়নে গরু চুরি ও চেতনানাশক স্প্রে করে বাড়িতে চুরি, রামরাই দিঘিতে গাঁজা ও জুয়ার আসর, কুলিক ব্রিজের আশপাশে মাদকসেবন, এলাকায় মোটর সাইকেল চুরি ইত্যাদি সমস্যার কথা তুলে ধরেন। এই সাথে তারা এলাকায় মাস্ক পরিধান জোরদার করার কথা বলেন।
ওসি তার বক্তব্যে মাদক ও জুয়া রোধে দ্রুত অভিযান পরিচালনা করার কথা বলেন। মোটর সাইকল চুরির ব্যাপারে ওসি অধিকাংশ ক্ষেত্রে থানায় অভিযোগ করা হয় না বলে জানান।
আরও পড়ুন- দেশে করোনার দৈনিক সংক্রমণ ১৬ হাজার ছাড়াল
তবে এ নিয়ে পুলিশের কার্যক্রম অব্যাহত আছে বলেও জানান। উপজেলা চেয়ারম্যান তার বক্তব্যে মোটর সাইকেল চুরির ঘটনায় একটি চক্র সক্রিয় আছে মর্মে ওসির দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বিভিন্ন হাটবাজারে ও প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপনের কথাও বলেন।
সহকারী কমিশনার (ভূমি) তার বক্তব্যে কোভিড-১৯ প্রতিরোধে মাস্ক পরিধানসহ সকলকে সচেতন হওয়ার আহবান জানান।
আইনিউজ/হুমায়ুন কবীর/এসডিপি
আইনিউজ ভিডিও
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা
সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি





















