Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৮ ১৪৩২

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৮, ৩০ জানুয়ারি ২০২২

সাংবাদিকদের উপর হামলা : জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি

পেশাগত দায়িত্ব পালনকালে চার সাংবাদিকের উপর দুর্বৃত্তদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাব। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক দাবি জানিয়েছে। 

রোববার ৩০ জানুয়ারি  ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

যৌথ বিবৃতিতে ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাব এর সভাপতি বিধান চন্দ্র দাস বলেন, দুঃখজনক হলেও সত্য, হামলায় সেনুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর লোকজ‌ন অংশ নেয়। এতে গুরুতর আহত হ‌ন ৪ সংবাদকর্মী।

হামলায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, এই ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতায় চরম কুঠারাঘাতের শামিল। অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নেয়ার জোর দাবি জানায় ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাব।

আরও পড়ুন- ঠাকুরগাঁও‌য়ে সংবাদ সংগ্রহ কর‌তে গি‌য়ে হামলার শিকার ৪ সাংবাদিক

এ বিষয়ে ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম রঞ্জু বলেন, শনিবার সেনুয়া ইউনিয়নে নির্বাচনী সংবাদ সংগ্রহের সময় প্রেসক্লাবের দপ্তর সম্পাদক তানভির হাসান তানুসহ তিন সাংবাদিককে মারপিট করে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো জানান বর্তমানে গণমাধ্যমকর্মীদের কোন নিরাপত্তা নেই। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তিনি।

আরও পড়ুন- ‘চার বছর মিশা ভাই আর আমি স্বামী-স্ত্রীর মতো ছিলাম’

শনিবার (২৯ জানুয়ারি) সদর উপ‌জেলার সেনুয়া ইউ‌নিয়‌নের মন্ডলপাড়ায় সাংবাদিকের উপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিকরা হলেন- ইত্তেফাক ও ই‌নডি‌পে‌ন্ডেন্ট টি‌ভির জেলা প্রতি‌নি‌ধি তানভীর হাসান তানু, নিউজবাংলার প্রতি‌নি‌ধি সো‌হেল, রাই‌জিং‌বি‌ডির প্রতি‌নি‌ধি হি‌মেল ও ঢাকা মেইলের প্রতি‌নি‌ধি মিলু। এর মধ্যে তানভীর হাসান তানু গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।  পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আইনিউজ/হুমায়ুন কবীর/এসডিপি

আইনিউজ ভিডিও 

চলচ্চিত্র ইতিহাসে এমন পরিচ্ছন্ন নির্বাচন কেউ দেখেনি: জায়েদ খান

এফডিসিতে আর হবে না নির্বাচন, পীরজাদা শহিদুল হারুনকে অবাঞ্চিত ঘোষণা

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যা বললেন পীরজাদা হারুন

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ