নিজস্ব প্রতিবেদক
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ১

বগুড়ার শাজাহানপুরে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৩৫) নিহত হয়েছেন।
বুধবার (৬ জুলাই) দুপুরে উপজেলার বয়রাদীঘি এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে দু’জন করে সেনা ও বিজিবি সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কমপক্ষে আধাঘণ্টা যানবাহন চলাচল ব্যহত হয়।
হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটিকে জব্দ করা হয়েছে। বিকেল পর্যন্ত নিহতের পরিচয় মেলেনি। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি বাসের হেলপার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা ১২টার দিকে মহাসড়কের পাশে একটি চালবোঝাই ট্রাক (যশোর-ট-১১-৫৭৮৮) দাঁড়িয়ে ছিল। এ সময় রংপুর ছেড়ে আসা বরিশালগামী তুহিন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-১৩০১) সেখানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেন।
এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের একজন নিহত ও ১০ জন আহত হন। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন।
যাত্রীরা জানান, চালক শুরু থেকেই বেপারোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন।
বগুড়া সিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই শামীম জানান, সড়ক দুর্ঘটনায় আহত ৮-৯ জন হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে শাজাহানপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
আইনিউজ/এসডি
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- দেশে লাল কাঁঠাল চাষে ব্যাপক সম্ভাবনা
- রোজার মধ্যে চার তলায় না উঠায় ফুডপান্ডা রাইডারকে মারধর
- বাংলাদেশের বুকে ভয়ঙ্কর যত ঘূর্ণিঝড়
- পাখির বাসায় বিষাক্ত সাপ, হাত দিয়ে প্রাণ হারালো শিশু
- কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসছে টনের টন প্লাস্টিক ও ই-বর্জ্য
- বিশ্ববিদ্যালয় পড়ুয়া চার তরুণ উদ্যোক্তার হাত ধরে চাটগাঁ এক্সপ্রেস
- ভিন্ন ধর্মের হয়েও রোজাদারদের দ্বারে ইফতার নিয়ে ছাত্রলীগ নেত্রী
- দারিদ্র্যতায় ফিকে হয়ে যাওয়া শিশুদের স্বপ্ন দেখাচ্ছেন তারা
- নোয়াখালীতে ৬০ মাসে পঞ্চাশের অধিক নারী ধর্ষণ