Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

  হুমায়র, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৯, ১১ জুন ২০২৩

রাণীশংকৈলে হাজারো মুসল্লি মিলে পড়লেন প্রধান শিক্ষকের জানাযা 

হাজারও মুসল্লির সমবেত অংশগ্রহণে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শত বছরের প্রাচীন ও সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত গুণি ও আদর্শবান প্রধান শিক্ষক জয়নাল আবেদিন (৭০) এর জানাযার নামাজ সম্পন্ন হয়েছে। 

শনিবার (১০ জুন) ঢাকা বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (৭০) দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত প্রধান শিক্ষক মৃত্যু বরণ করেন। রোববার (১১ জুন) সকালে তাঁর দীর্ঘদিনের কর্মস্থল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। 

পরে নিজ গ্রাম বড়বড়ি পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। এই গুণি শিক্ষক পৌর শহরের রাজবাড়ি এলাকার বাসিন্দা এবং সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলীর বড় ভাই। 

মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ কন্যা সন্তানসহ অসংখ্য ছাত্র-ছাত্রী ও শুভাকাঙ্খী রেখে গেছেন। 

শিক্ষকতার পাশাপাশি তিনি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গণে জড়িতসহ একজন সফল ফুটবলার হিসাবেও বেশ সুপরিচিত ছিলেন।

তার মৃত্যুতে উপজেলা শিক্ষক সমিতি, রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন), রাণীশংকৈল প্রসক্লাব, প্রগতি ক্লাব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস পরিবার, বিভিন্ন রাজনৈতিক নেতা, সামাজিক- সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর শোক সন্তপ্ত পরিবাবের প্রতি সমবেদনা জানাচ্ছেন স্থানীয়রা। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ