Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৪ ১৪৩২

রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল)

প্রকাশিত: ১৮:২৩, ২৬ জুলাই ২০২৩

শরীরে পঁচন ধরা মাকে শিশু সন্তানদের করুন আকুতি!

স্কিন ক্যান্সারে আক্রান্ত মাহিনুর বেগম। ছবি- রাহাদ সুমন

স্কিন ক্যান্সারে আক্রান্ত মাহিনুর বেগম। ছবি- রাহাদ সুমন

বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তরকুল গ্রামে দু’টি ফুটফুটে শিশু সন্তানের মা মাহিনুর বেগম (৩০) ঘাতকব্যাধি স্কীন ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ধদিন ধরে শয্যাশায়ী। অর্থাভাবে উন্নত চিকিৎসাসেবা না পেয়ে ধুকে ধুকে মরছেন নিজগৃহে। মাকে বাঁচাতে করুন আকুতি করা ছাড়া কিছুই করতে পারছেনা দুইটি শিশু সন্তান।

স্কিন ক্যান্সারাক্রান্ত মাহিনুর বেগমের শরীরের প্রায় ৯০ শতাংশ পঁচে গিয়ে ভয়ার্ত রূপ নিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। সুচিকিৎসার অভাবে অবস্থার অবনতি হচ্ছে দিনদিন। সন্তান দু’টির জন্য বাঁচার করুন আকুতি এই শয্যাশায়ী নারীরও। মাকে বাঁচাতে ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী মারিয়া (১০) সমাজের সহৃদয় বিত্তবানদের প্রতি করুন আর্তি জানিয়েছে।

মারিয়া বিত্তবানদের উদ্দেশ্যে বলেছে, আমার মাকে আপনারা একটি বার নিজের “মা” ভেবে দয়া করে সাহায্য করুন। মাকে ছাড়া আমাদের দুই ভাই-বোনের জীবন অন্ধকার। সবার একটু সহানুভূতিতে আমার মা ফিরে পাবেন নতুন জীবন। আর আমরা ফিরে পাবো আমাদের মাকে। অসুস্থ মায়ের জন্য দিনভর কান্না করে সাত বছর বয়সী প্রথম শ্রেণীর শিক্ষার্থী হাসানও।

এদিকে স্ত্রীকে সুস্থ করে তুলতে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বরিশাল শেবাচিম হাসপাতাল ও ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে গত দু’বছর ধরে চিকিৎসা করিয়ে হতদরিদ্র ভ্যানচালক মনির হোসেন বেপারী এখন নিঃস্ব ও রিক্ত। স্ত্রীর ভাবনায় দু’চোখে তার অমানিশার ঘোর অন্ধকার। স্ত্রীর উন্নত চিকিৎসা চালিয়ে যেতে তিনিও সবার কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। তার (মনির হোসেন বেপারী) বিকাশ নম্বর ০১৮৮৯৫৪২২২৩।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ