Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৩ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:১৬, ১২ আগস্ট ২০২৩

ময়লার স্তুপে পড়েছিল মৃত নবজাতক 

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর চাঁনখারপুল এলাকার ময়লার স্তূপে যমজ ২ নবজাতকের ম র দে হ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। ময়লার স্তুপে পুরোনো লুঙ্গি দিয়ে মুড়িয়ে রেখে যাওয়া হয়েছিল ম র দে হ গুলো। কোথায় থেকে কে এসে এখানে নব্জাতকের লা শ রেখে গেছে তা জানা যায় নি। 

শুক্রবার (১১ আগস্ট) রাতে শাহবাগ থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মধ্যরাতে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ সরদার গণমাধ্যমকে জানান, রাতে আমরা খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হলের পাশে শিক্ষকদের আবাসিক ভবন গেট সংলগ্ন রাস্তা থেকে আমরা মরদেহ দুটি উদ্ধার করি।

তিনি জানান, দেখে ধারণা করা হচ্ছে, যমজ বাচ্চা। রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি বিভাগে যোগাযোগ করা হয়েছিল। তবে সেখানে কোনো যমজ ছেলে সন্তানের মৃত্যু হয়নি। ধারণা করা হচ্ছে, বাইরে থেকে মৃত অবস্থায় ফেলে রেখে গেছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ