Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৩ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৩৭, ১৩ আগস্ট ২০২৩

লিটারে সয়াবিন তেলের দাম কমল ৫ টাকা

বর্তমান ১ লিটার বোতলজাত সয়াবিন তেল ১৭৯ টাকায় বিক্রি হচ্ছে, নতুন দাম অনুযায়ী তা ১৭৪ টাকায় বিক্রি হবে। দেশের বাজারে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

আজ রোববার বিকেল সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমান ১ লিটার বোতলজাত সয়াবিন তেল ১৭৯ টাকায় বিক্রি হচ্ছে, নতুন দাম অনুযায়ী তা ১৭৪ টাকায় বিক্রি হবে। আর লিটার প্রতি খোলা সয়াবিনের বর্তমান দাম ১৫৯ টাকা এবং নতুন দাম হবে ১৫৪ টাকা। এছাড়া ৫ লিটার বোতলের সয়াবিনের বর্তমান দাম ৮৭৩ টাকা, নতুন দাম ৮৫০ টাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের আমদানি মূল্য হ্রাস পাওয়ায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সয়াবিন তেলের দাম কমানো হলো।

আগামীকাল থেকে এই দাম কার্যকর হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আইনিউজ/উইএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ