Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৩ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:০৮, ২৪ আগস্ট ২০২৩

যশোরে তেলবাহী ট্যাংকারের বগি লাইনচ্যুত 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

যশোরের সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনের পাশে বানিয়ারগাতী রেল ক্রসিংয় এলাকায় তেলবাহী ট্যাংকারের বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

এ দুর্ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার ব্যাপারে যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টা আয়নাল হাসান জানান, নাটোরের উদ্দেশে খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্যাংকারটি যশোরের সিঙ্গিয়া স্টেশনে পৌঁছালে লাইনচ্যুত হয়। ফলে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। যশোর ও খুলনা স্টেশনে অনেকগুলো ট্রেন আটকা পড়েছে।

তিনি জনান, দুর্ঘটনাকবলিত তেলবাহী ট্যাংকার উদ্ধারের জন্য খুলনা থেকে আসা উদ্ধারকারী যান কাজ করছে। লাইনচ্যুত ট্যাংকার উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

এদিকে লাইনচ্যুত হওয়া বগি থেকে পড়ে যাওয়া তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়েছেন স্থানীয়রা। বাড়ি থেকে বালতিসহ নানা পাত্র নিয়ে এসে তেল সংগ্রহ করছেন তারা। স্থানীয়দের ভিড়ে উদ্ধারকর্মীরা স্বাভাবিকভাকে কাজ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ