Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৩ ১৪৩২

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও

প্রকাশিত: ১৪:৫৪, ২৬ আগস্ট ২০২৩
আপডেট: ১৪:৫৭, ২৬ আগস্ট ২০২৩

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরি!

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় কবরস্থান থেকে নয়টি কঙ্কাল চুরির খবর পাওয়া গেছে। পৌর শহরের ঐতিহাসিক ভেলাতৈড় যৌদ্দপীর কবরস্থানের পুরাতন কবর থেকে এসব কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২৫ আগস্ট) রাতে দুর্বৃত্তরা কবর খুড়ে এসব কঙ্কাল চুরি করে নিয়ে যায়। শনিবার (২৬ আগস্ট) সকালে বিষয়টি জানা জানি হলে ওই কবরস্থানে উৎসুক মানুষের ঢল নামে । 

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতের আধাঁরে যৌদ্দপীর কবরস্থানের পুরাতন কবর খুঁড়ে বা কারা ৯টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছেন। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ জানান, ৯-১০টি পুরাতন কবরের মাটি খুড়া ও ঢাকা দেয়া অবস্থায় দেখা গেছে। আসলে কী হয়েছে এখন পর্যন্ত পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না। বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ