Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৪ মে ২০২৫,   বৈশাখ ২০ ১৪৩২

ইয়ানূর রহমান 

প্রকাশিত: ১৯:৫৭, ২৩ সেপ্টেম্বর ২০২৩

যশোরে গোল্ড নাসির ওরফে পিস্তল নাসির অস্ত্র-গুলি সহ আটক

অবশেষে যশোরের শার্শার কুখ্যাত গোল্ড নাসির উদ্দিন ওরফে পিস্তল নাসিরকে আটক করেছে র‍্যাব-৬ খুলনার সদস্যরা।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে শার্শার বাগআচঁড়া হাইস্কুল মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ৩টি রিভলবার ও ১৯ রাউন্ড গুলিসহ উদ্ধার করেছে র‍্যাব সদস্যরা।

আটক নাসির ওরফে গোল্ড নাসির পুটখালির মৃত বুদো সর্দারের ছেলে। 

শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় র‍্যাব-৬ খুলনা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান, অধিনায়ক ফিরোজ কবির পিএিম পিএসসি।

উল্লেখ্য, নাসির উদ্দিন আইনপ্রয়োগকারী সংস্থার কাছে মোস্ট ওয়ান্টেড ছিল তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডজন খানেক মামলা রয়েছে। অস্ত্র, মাদক ও কয়েকটি সোনা পাচার ও সোনা উদ্ধার সংক্রান্ত মামলায় তাঁকে খুজছিল বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থা।  আরো কয়েকটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হতে পারে বলেও বিভিন্ন সুত্র জানিয়েছে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়