Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ২ ১৪৩২

ইয়ানূর রহমান

প্রকাশিত: ১৯:৫৬, ৪ নভেম্বর ২০২৩

যশোরে প্রধান সন্ত্রাসী জিয়া ফকির বোমা হামলায় নি*হত

যশোরের অভয়নগর থানা। ফাইল ছবি

যশোরের অভয়নগর থানা। ফাইল ছবি

যশোরের অভয়নগরে শুক্রবার রাতে বোমা হামলায় প্রধান সন্ত্রাসী জিয়া ফকির নি*হত হয়েছেন। তিনি অভয়নগর উপজেলার রানাগাতী গ্রামের ওহাব ফকিরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ নভেম্বর) রাতে জিয়া ফকির রানাগাতী গ্রামের উত্তরপাড়া মসজিদ মাদ্রাসা বটতলা নামে একটি স্থানের চায়ের দোকানে বসেছিলেন। রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। একটি বোমা তার শরীরে বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীরা জানান, নিহত জিয়া ফকির তার বাহিনী দিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে নানা রকম সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করতেন। তার নামে হ*ত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। জিয়া ফকির দীর্ঘদিন ঢাকায় পালিয়ে ছিলেন। মাস তিনেক আগে তিনি এলাকায় ফিরেছেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পরিদর্শন করেছি। কে বা কারা তাকে লক্ষ্য করে একটি ককটেল মারে। ককটেলটি তার পেটে বিস্ফোরিত হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ