Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ২ ১৪৩২

রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৩, ১৪ নভেম্বর ২০২৩

চাকরি না পেয়ে প্রধান শিক্ষকের হাত-পা ভাঙলেন পিতাপুত্র!

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামলার শিকার প্রধান শিক্ষক। ছবি- আই নিউজ

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামলার শিকার প্রধান শিক্ষক। ছবি- আই নিউজ

বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার বিহারীলাল একাডেমির নৈশ প্রহরী পদে চাকরি না পেয়ে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে পিতাপুত্রের বিরুদ্ধে। 

ঘটনাটি ঘটেছে বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের বরিশাল সদর গার্লস স্কুলের । সোমবার (১৩ নভেম্বর) সকালে স্কুলে যাবার সময় পথে মোটরসাইকেলের গতিরোধ করে হ ত্যা র উদ্দেশ্যে স্কুলের প্রধান শিক্ষকের উপর উপর হামলা চালান একই এলাকার চান্দু আকন ও তাঁর ছেলে সজীব আকন। অভিযুক্ত পিতা-পুত্র। গুরুতর আহত অবস্থায় ওই প্রধান শিক্ষককে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সুধাংশু কুমার মন্ডল বাদী হয়ে ওইদিন রাতে ইলুহার গ্রামের চান্দু আকন ও তার ছেলে সজিব আকনকে আসামী করে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

জানা গেছে, উপজেলার ইলুহার ইউনিয়নের ইলুহার বিহারী লাল একাডেমি স্কুলে গত শুক্রবার নৈশ প্রহরী পদে চাকরির ইন্টারভিউ হয়। ইন্টারভিউতে ওই পদে অভিযুক্ত চান্দু আকনের ছেলে সজিব আকনও অংশ নেয়। কিন্তু নৈশ প্রহরী পদে ইলুহার গ্রামের অন্য এক জনের চাকরি হয়। এতে সজিব ও তার পিতা চান্দু আকন চরম ক্ষিপ্ত হন। এর জের ধরে সোমবার সকালে তারা ওই স্কুলের প্রধান শিক্ষকের উপর হামলা চালান। 

সোমবার সকালে স্কুলে যাওয়ার পথে বিদ্যালয়ের অদূরে পূর্ব থেকে ওঁত পেতে থাকা চান্দু আকন ও তার ছেলে সজিব আকন মোটরসাইকেলের গতিরোধ করে প্রধান শিক্ষক সৈয়দ মাহাবুবুর রহমানকে বলেন, তোকে আগেই বলেছিলাম নৈশ প্রহরী পদে চাকরী দিবি, কেন দিলি না। একথা বলেই তাকে লাঠি দিয়ে এলোপাথারি পিটাতে থাকেন তারা। এতে তার ডান পা ও বাম হাত ভেঙ্গে যায়। তাছাড়া, এসময় তার সঙ্গে ব্যাগে থাকা পরীক্ষার ফিসহ স্কুল ফান্ডের ৮০ হাজার টাকা ও স্কুলের গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাওয়া ও মোটরসাইকেলটিও ভাংচুর করা হয়। 

পরে তার ডাক চিৎকার শুনে এলাকাবাসী, স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা এগিয়ে এলে হামলাকারী পিতাপুত্র প্রধান শিক্ষককে পরে একা পেলে হ ত্যা র হুমকি দিয়ে চলে যান। 

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় প্রধান শিক্ষক সৈয়দ মো. মাহাবুবুর রহমানকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। 

এ দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবু বকার সিদ্দিক ও সাধারণ সম্পাদক ফকরুল আলম সহ শিক্ষকসমাজ উপজেলার ইলুহার বিহারী লাল একাডেমির প্রধান শিক্ষক সৈয়দ মো. মাহাবুবুর রহমানের হাত-পা ভেঙ্গে দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসী পিতাপুত্রকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনার প্রতিবাদে কর্মসূচি দেওয়া হবে বলেও শিক্ষক নেতৃবৃন্দ জানান।  

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, প্রধান শিক্ষকের ওপর হামলাকারী পিতাপুত্র দুইজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ