মো. হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী)
নীলফামারী-১ আসনে আ. লীগের আফতাব উদ্দীন সরকার
নীলফামারি-১ আসনে আওয়ামী লীগের নির্বাচিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। ছবি- আই নিউজ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ৩০০ আসনে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয় থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের। নীলফামারীর-১ (ডোমার- ডিমলা) আসনের আওয়ামী লীগের চুড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দীন সরকার।
দুই দুই বারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার ১৯৫০ সালে নীলফামারী জেলার ডিমলা উপজেলার বাবুরহাট গ্রামের ইমাজ উদ্দিন সরকার ও নাসরিন বেওয়ার পরিবারে জন্মগ্রহন করেন ।
আফতাব উদ্দিনের পিতা ইমাজ উদ্দিন সরকার ১৯৪৭ সালে ভারত বিভাগের পর ভারত থেকে তৎকালীন পূর্ব পাকিস্থানে চলে আসেন। ১৯৭১ সালে তিনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে নিজ এলাকায় মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭৩ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ডিমলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ১৯৮৭ সালে প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে ১৯৯০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি।
২০০৯ সালে দ্বিতীয় বারের মত উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন আফতাব উদ্দিন। ২০১৪ সালে ৫ই জানুয়ারী অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামীলীগের নৌকা প্রতীক পেয়ে বিজয়ী লাভ করে দ্বিতীয় বারের মত সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।
সরকার তৃতীয়বারের মত বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে নীলফামারী-১ (ডোমার ডিমলা) আসনে মনোনীত হওয়ায় উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন আফতাব উদ্দিন সরকারকে।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা