Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৫১, ২ ডিসেম্বর ২০২৩

ভূমিকম্প আতঙ্কে দৌড়, কুমিল্লায় আহত অন্তত ২০

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আজ সকালে রাজধানী ঢাকাসহ সারাদেশের বেশকিছু জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এরমধ্যে ভূমিকম্পে আতঙ্কে দৌড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার হুড়োহুড়িতে কুমিল্লায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি কুমিল্লার একটি মসজিদের দেয়ালে ভূমিকম্পে ফাটলের ঘটনাও ঘটেছে।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আজিজুর রহমান সিদ্দিকী আহত হবার সত্যতা নিশ্চিত করে জানান, ভূমিকম্পের সময় দৌড়াদৌড়ি করে বের হতে গিয়ে ইপিজেডের তিন শ্রমিক আহত হন। দুজন প্রাথমিক চিকিৎসা শেষে কর্মস্থলে ফিরে গেছেন। অন্যজন হাসপাতালে ভর্তি আছেন।

ভূমিকম্পের সময় সিঁড়ি দিয়ে নামতে গিয়ে এক ছাত্রী পা ভেঙে ফেলেছেন। তার চিকিৎসা চলছে বলেও জানান হাসপাতালের এই কর্মকর্তা। 

কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা বলেন, ‘উপজেলার মীরশ্বানি এলাকায় ভূমিকম্পের সময় দৌড়াদৌড়ি করে বের হতে গিয়ে একটি গার্মেন্টসের ১৭ জন শ্রমিক আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।’

এদিকে কুমিল্লা আবহাওয়া অধিদপ্তরের ওসি ইসমাইল হোসেন ভূঁইয়া বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল কুমিল্লা থেকে ৪৫ কিলোমিটার দূরে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়