Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ২ ১৪৩২

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

প্রকাশিত: ১০:৫৯, ১৮ ডিসেম্বর ২০২৩

বসুন্ধরা গ্রুপ শুভসংঘের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন 

শুভসংঘের সেলাই প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠান। ছবি- আই নিউজ

শুভসংঘের সেলাই প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠান। ছবি- আই নিউজ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বসুন্ধরা গ্রুপ শুভসংঘের উদ্যোগে প্রান্তিক অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। 

রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে রাণীশংকৈল ডিগ্রী কলেজ টিচার্স কমন রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, অনুষ্ঠান আয়োজক দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। 

তিনি তার বক্তব্যে বলেন, বসুন্ধরা গ্রুপের শুভসংঘের উদ্যোগে আমরা প্রতিবছর শীতের সময়ে শীতবস্ত্র ও করোনাকালীন ত্রাণসামগ্রী বিতরণ করেছি। এ ছাড়াও, এ সংঘ অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মেধাবী সন্তানদের লেখাপড়ার খরচ চালিয়ে সহযোগিতা করে আসছে। 

অনুষ্ঠানে প্রেসক্লাব সহ-সভাপতিত্বে ও দৈনিক কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন,  উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব (পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, দৈনিক ইনকিলাব প্রতিনিধি আশরাফুল আলম প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সাধারণ  সম্পাদক মো.বিপ্লব, যায়যায়দিন প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া, আজকের পত্রিকা প্রতিনিধি খুরশিদ আলম শাওন, গণকণ্ঠ প্রতিনিধি মাহাবুব আলম, ডেল্টা টাইম প্রতিনিধি নাজমুল হোসেন, শুভসংঘের সভাপতি-সম্পাদকসহ অন্যান্য সদস্য ও প্রশিক্ষনার্থীরা।

জানা গেছে, এ প্রশিক্ষণের আওতায় দুজন দক্ষ প্রশিক্ষক ১৫ জন নারী প্রশিক্ষনার্থীকে  দুই মাসব্যাপি সেলাই কাজের প্রশিক্ষণ দেবেন। প্রশিক্ষণ শেষে তাদের প্রত্যেককে একটি করে সেলাই মেশিন দেওয়া হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ