Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ২ ১৪৩২

রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত: ১২:০২, ২৭ ডিসেম্বর ২০২৩

যুক্তরাষ্ট্র বাংলাদেশে অসাংবিধানিক সরকার চায়: মেনন

বানারীপাড়ায় মতবিনিময় সভায় রাশেদ খান মেনন। ছবি- আই নিউজ

বানারীপাড়ায় মতবিনিময় সভায় রাশেদ খান মেনন। ছবি- আই নিউজ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট মনোনীত প্রার্থী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড রাশেদ খান মেনন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অস্থিতিশীল অসাংবিধানিক সরকার চায়। দেশের মানুষ দেশী-বিদেশী এসব ষড়যন্ত্র রুখে দিয়ে ৭ জানুয়ারী ভোট উৎসবের মধ্য দিয়ে উন্নয়ন-অগ্রগতির প্রতীক নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যাকে পঞ্চমবারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত করবে। 

মঙ্গলবার(২৬ ডিসেম্বর) রাতে বানারীপাড়ায় দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের নেতা-কর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় রাশেদ খান মেনন এসব কথা বলেন। তিনি এসময় প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হতে পারলে সন্ধ্যা নদীতে স্বপ্নের সেতু নির্মাণে অগ্রাধিকার দেওয়া হবে। 

বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুকের সভাপতিত্বে
এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহ সদস্য আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখারের সাবেক ইউপি চেয়ারম্যান খিজির সরদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা প্রমুখ বক্তৃতা করেন। 

এ ছাড়াও উপজেলা,পৌর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ