Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ২ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৪৩, ২ জানুয়ারি ২০২৪

বাতিলই থাকছে শাম্মী আহমেদ ও সেরনিয়াবাত সাদিকের প্রার্থীতা

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র পাঁচ দিন। এখনো কিছু প্রার্থী নিজেদের প্রার্থীতা ফিরে পেতে দৌড়ঝাঁপ করছেন আদালত প্রাঙ্গনে। এর মধ্যে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া শাম্মী আহমেদও রয়েছে। তাদের প্রার্থিতা বাতিলই রেখেছে আপিল বিভাগ। এর ফলে এবারের নির্বাচনে লড়তে পারছেন তারা।

মঙ্গলবার (২ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ মঙ্গলবার শুনানি এ আদেশ দেয়।

প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল করেছিলেন শাম্মী। আর সাদিক আবদুল্লাহর প্রার্থিতার বিষয়ে চেম্বার আদালতের দেয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আবেদন করা হয়েছিল।

দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল করেছিল ইসি। এরপরই তিনি হাইকোর্টে আসেন। পরে কয়েক দফা আদালত ঘুরেও শেষ পর্যন্ত নির্বাচনে যাওয়া আটকে গেল তার।

এ ছাড়া দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে শাম্মী আহমেদও রিট করেছিলেন হাইকোর্ট। এর পর কয়েক দফা আদালতের নির্দেশনা আসে এ নিয়ে। শেষ পর্যন্ত আদেশে আটকে গেলেন তিনিও। এই আসনটিতে স্বতন্ত্র হয়ে লড়বেন বর্তমান সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ