Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ২ ১৪৩২

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৪, ৪ জানুয়ারি ২০২৪

বরিশাল-২ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী 

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে ১৪ দলীয় জোটের নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে সমর্থন দিয়ে ঢেঁকি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তিন বারের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম মনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। 

বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বিকালে উজিরপুর হাই স্কুল মাঠে নৌকার সমর্থনে কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থকের গণমিছিলোত্তর ঊঠান বৈঠকে তিনি যোগদান করে মেননের হাতে ফুলের নৌকা প্রতীক তুলে দিয়ে তার প্রতি সমর্থন জানিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। 

এসময় মনিরুল ইসলাম মনি বলেন, আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ভাগ্নে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশ ও দলের বৃহত্তর স্বার্থে তিনি নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়েছেন।

 তিনি এসময় বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস ও  দেশী-বিদেশী সকল ষড়যন্ত্র-চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিয়ে ৭ জানুয়ারী বিপুল ভোটে উন্নয়ন-অগ্রযাত্রার প্রতীক নৌকাকে বিজয়ী করতে আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীসহ উজিরপুর-বানারীপাড়াবাসীর প্রতি উদাত্ত আহবান জানান। 

উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন ১৪ দলীয় জোট প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। 

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস । 

এ ছাড়াও, বক্তৃতা করেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আ.মজিদ সিকদার বাচ্চু,সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এইচএম হাফিজুর রহমান ইকবাল, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াসউদ্দিন বেপারী, স্বেচ্ছাসেবক লীগের  কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান প্রমুখ। 

এদিকে তিন বারের সাবেক সংসদ সদস্য ও বানারীপাড়া-উজিরপুরের উন্নয়নের রূপকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মনিরুল ইসলাম মনি শেষ মুহুর্তে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে নৌকার প্রার্থী ৫ বারের সংসদ সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী আলহাজ্ব রাশেদ খান মেননকে সমর্থন দেওয়ায় বরিশাল-২ আসনের নির্বাচনী রাজনীতিতে নয়া মেরুকরণের সৃষ্টি হয়েছে। 

এ আসনে এখন মোট ৫ জন প্রার্থী নির্বাচনী মাঠে লড়াইয়ে রয়েছেন। তারা হলেন, নৌকার প্রার্থী রাশেদ খান মেনন,স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের একে ফাইয়াজুল হক রাজু,কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকের প্রার্থী সঙ্গীত শিল্পি নকুল কুমার বিশ্বাস, তৃণমুল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী শাহজাহান সিরাজ ও এনপিপির আম প্রতীকের প্রার্থী সাহেব আলী রনি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ