Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ২ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১৪:৪২, ৮ জানুয়ারি ২০২৪

নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে

অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ সংসদ নির্বাচন ২০২৪। আর এর মধ্যে অনেকেই জানতে চাচ্ছেন মোট কত শতাংশ ভোট পড়েছে সারা বাংলাদেশে জুড়ে। আজকের এই প্রতিবেদনে সে বিষয় সম্পর্কেই আপনাদেরকে অবগত করা হচ্ছে।

গতকাল ৭ জানুয়ারি রোজ রবিবার সারা বাংলাদেশ জুড়ে অনুষ্ঠিত হয়েছে সংসদ নির্বাচন। ইতিমধ্যে ভোট গণনা প্রক্রিয়া এবং ফলাফল ঘোষণা করে দেওয়া হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে। সারা বাংলাদেশে মোট জনসংখ্যা ২০২২ সালের হিসাব অনুযায়ী ১৭ কোটি। তার মধ্যে মোট ভোটার সংখ্যা হচ্ছে ১১ কোটি এর অধিক। কিন্তু এবারের নির্বাচনে বিভিন্ন গণমাধ্যমে দেখা দিয়েছে ভোটকেন্দ্রের লোক সংখ্যা তুলনামূলকভাবে কম। অনেকের জানার আগ্রহ হয়েছে সারা বাংলাদেশ জুড়ে কত শতাংশ ভোট হয়েছে এবারের এই নির্বাচনে। আজকে আমরা এই প্রতিবেদনে সে বিষয় সম্পর্কে তুলে ধরছি।

এবারের নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে 

গতকাল রবিবার বিকেল ৮টার দিকে বাংলাদেশ নির্বাচন কমিশনার প্রধান কাজী হাবিবুল আউয়াল বলেছেন সারা বাংলাদেশ জুড়ে ৪০ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে বিভাগ অনুসারে তার তালিকা প্রকাশিত করা হয়েছে। আসুন আমরা দেখে নেই কোন বিভাগ থেকে কত সংখ্যক অর্থাৎ কত পারসেন্ট ভোট দেওয়া হয়েছে সে বিষয়টি।

নির্বাচনের দিন বিকাল তিনটার সময় নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ভোটের শতাংশ তালিকা হচ্ছে:

  • ঢাকায় ২৫ শতাংশ
  • চট্টগ্রামে ২৭ শতাংশ
  • খুলনায় ৩২ শতাংশ
  • সিলেটে ২২ শতাংশ
  • ময়মনসিংহে ২৯ শতাংশ
  • রাজশাহীতে ২৬ শতাংশ
  • রংপুরে ২৬ শতাংশ 
  • বরিশালে ৩১ শতাংশ

রাতের দিকে সকল ভোট গণনা প্রক্রিয়া শেষের হিসাব অনুসারে সারা বাংলাদেশ জুড়ে সর্বমোট কত শতাংশ ভোট পড়েছে সে বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন অনেকেই। অর্থাৎ সর্বমোট ভোট পড়েছে ৪০ শতাংশ ‌

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ