Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ২ ১৪৩২

রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল) 

প্রকাশিত: ১১:১৩, ১৫ জানুয়ারি ২০২৪

কর্মজীবনের ৩৯ বছর ধরে সালামের সঙ্গী বাইসাইকেল

নিজের ৩৯ বছরের কর্মজীবনের নিত্যসঙ্গীর সঙ্গে আব্দুল সালাম। ছবি- আই নিউজ

নিজের ৩৯ বছরের কর্মজীবনের নিত্যসঙ্গীর সঙ্গে আব্দুল সালাম। ছবি- আই নিউজ

নাম তাঁর আব্দুল সালাম। বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের জারিকারক (বার্তা বাহক)। ৩৯ বছরের তা চাকরি জীবনের ১৭ বছর কেটেছে বানারীপাড়ায় ইউএনওর কার্যালয়ে। উজিরপুর পৌর শহরের বাসিন্দা আব্দুল সালাম শুধুমাত্র বাইসাইকেল চালিয়ে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় ও বানারীপাড়াসহ জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জারিকারক হিসেবে ৩৯ বছর অফিসে আসা-যাওয়া করেছেন।

রোববার (১৪ জানুয়ারি) ছিল তার দীর্ঘ চাকরি জীবনের শেষ কর্ম দিবস। শেষ কর্ম দিবসেও সাইকেল চালিয়ে বানারীপাড়ায় এসে অফিস করেছেন আ. সালাম।

ভারাক্রান্ত মনে এলপিআরে যাওয়ার কথা বলে কর্মকর্তা-কর্মচারিসহ অফিসের সহকর্মী ও আগন্তুকদের কাছ থেকে কর্মজীবনে কোন ভুলত্রুটি করে থাকলে সেজন্য ক্ষমা চেয়ে বিদায় নিয়েছেন। 

এ প্রসঙ্গে আব্দুল সালাম জানান, ছোট পদের চাকরির বেতনে ছেলে-মেয়েদের লেখাপড়া ও সংসার খরচের পরে গাড়ি ভাড়া দিয়ে অফিস করা সম্ভব ছিলনা। ৩৯ বছরই সাইকেলে চড়ে অফিসে আসা-যাওয়া করেছি। শেষ কর্ম দিবসেও সেই সাইকেলটিই সঙ্গী। কর্মজীবনে সততা ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালণ করেছি। বাকী জীবনও সৎভাবে ধর্মকর্মের মধ্য দিয়ে যেন পরিবার পরিজন নিয়ে পার করতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাই। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ