Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ২ ১৪৩২

নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৪, ১৭ জানুয়ারি ২০২৪

গভীর রাতে শীতার্তদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে কম্বল দিলেন চেয়ারম্যান

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

রাতের আঁধারে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার  কুশদহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে থাকা ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ৯ নং কুশদহ ইউনিয়নের চেয়ারম্যান মো. আনারুল আজিম আনু।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) গভীর রাতে বিভিন্ন গ্রামে এসব কম্বল সুবিধাবঞ্চিত অসহায় ব্যক্তিদের গায়ে কম্বল জড়িয়ে দেন তিনি।

কনকনে শীতে চরম বিপাকে পড়ছেন উপজেলার ৯ নং কুশদহ ইউনিয়নের অসহায়, গরিব-দুঃখী শীতার্ত মানুষ। গরীব-দুঃখী শীতার্ত মানুষের কষ্ট লাঘবে বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে শীতার্ত মানুষের বাড়িতে গভীর রাতে কম্বল নিয়ে হাজির হয়েছেন চেয়ারম্যান মো. আনারুল আজিম আনু। কনকনে শীতের মধ্যে হঠাৎ যখন চেয়ারম্যানের হাতে  শীতবস্ত্র দেখে ছিন্নমূল দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধীরা তখন আবেগে আপ্লুত হয়ে পড়েন।

এ বিষয়ে ৯ নং কুশদহ ইউনিয়নের চেয়ারম্যান মো. আনারুল আজিম বলেন, প্রচণ্ড শীতে আমাদের ইউনিয়নবাসী অনেক কষ্ট পাচ্ছে। এই শীতে কোনো দুঃস্থ পরিবার যেন কষ্ট না পায়, সেজন্য তাদের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। এভাবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।

এ সময় ৯ নং কুশদহ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার সবিবুর রহমান ও ৫ নং ওয়ার্ডের মেম্বার রাহেনুল ইসলাম ও ৭ নং ওয়ার্ডের মেম্বার হান্নান আলী ও ২ নং ওয়ার্ডের মেম্বার মজিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ