Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ২ ১৪৩২

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও

প্রকাশিত: ১১:৫২, ১৭ জানুয়ারি ২০২৪

বিষ দিয়ে খামারির ৭০০ হাঁস মেরে ফেলল দুর্বৃত্তরা!

মাঠে পৌছানোর ১৫ মিনিটের মধ্যেই ৭ শতাধিক হাঁস মারা যায়।

মাঠে পৌছানোর ১৫ মিনিটের মধ্যেই ৭ শতাধিক হাঁস মারা যায়।

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় এক খামারীর পালিত ৭০০ হাঁসকে খাবারে বিষ দিয়ে মেরে ফেলেছে দুর্বৃত্তরা এমন অভিযোগ ওঠেছে। গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার ভানোর ইউনিয়নের দিঘীরকোণ গ্রামে এ ঘটনা ঘটে। 

হাঁস খামারি জাহেরুল ইসলাম জানান, শীতের কারণে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় খামারের হাঁসগুলোকে মাঠে যাওয়ার জন্য ছেড়ে দেয়া হয়। মাঠে পৌছানোর ১৫ মিনিটের মধ্যেই ৭ শতাধিক হাঁস মারা যায়। পেছনে থাকা হাঁসগুলোকে সাথে সাথে টের পেয়ে কোনমতে খামারে ফিরিয়ে আসা হয়েছে। তা না হলে বাকি হাঁসগুলোও মারা যেতো। 

খামারি জাহেরুল ধারণা করছেন, কেউ হাসগুলোকে মারার জন্য শত্রুতাবশতঃ মাঠের মাঝখানে বিষ দিয়ে ধান ছিটিয়ে রেখেছিলো। সেগুলো খাওয়ার পরে হাঁসগুলো মারা গেছে। মারা যাওয়া হাঁসের বর্তমান বাজার মূল্য প্রায় ২ লাখ টাকারও বেশি বলে জানিয়েছেন খামারি জাহেরুল। মরে যাওয়া হাঁসগুলোকে গর্ত খুঁড়ে পুতে ফেলা হয়েছে। 

স্থানীয়রা জানান, গত ৫ বছরেরও বেশি সময় ধরে নিজ বাড়ীতে বাণিজ্যিক ভাবে হাঁসপালন করছেন জাহেরুল ইসলাম। এ কাজে তাকে সহযোগিতা করছেন পরিবারের লোকজন। খামারে প্রায় ১ হাজারের বেশি হাঁস পালন করেন তিনি। মাংস খাওয়ার উপর্যুক্ত হলেই তিনি এসব হাঁস বাজারে বিক্রি করে দেন। 

এ ব্যপারে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা নাসিরুল ইসলাম বলেন, ভুক্তভোগী খামারী আবেদন করলে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হবে। 

ঘটনার বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ