Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ২ ১৪৩২

ইয়ানূর রহমান, যশোর

প্রকাশিত: ১৫:৫২, ২৪ জানুয়ারি ২০২৪

যশোর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্যের লাশ হস্তান্তর 

বুধবার সকালে মোহাম্মদ রইশুদ্দীনের লাশ বিজিবির কাছে হস্তান্তর করা হয়। ছবি- সংগৃহীত

বুধবার সকালে মোহাম্মদ রইশুদ্দীনের লাশ বিজিবির কাছে হস্তান্তর করা হয়। ছবি- সংগৃহীত

যশোরের বেনাপোলের ধান্যখোলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হওয়া বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিপাহি মোহাম্মদ রইশুদ্দীনের লাশ হস্তান্তর করা হয়েছে।

শার্শার শিকারপুর সীমান্ত দিয়ে বুধবার (২৪ জানুয়ারি) সকালে মোহাম্মদ রইশুদ্দীনের লাশ বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

বিজিবির পক্ষ থেকে এখনো এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও জানা গেছে, মোহাম্মদ রইশুদ্দীনের মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে মরদেহ যশোর ৪৯ ব্যাটালিয়ন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে রইশুদ্দীনের মরদেহ নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়।

এর আগে গত সোমবার (২২ জানুয়ারি) ভোরে শার্শার ধান্যখোলা সীমান্তে ভারত থেকে গরু চোরাচালানকে কেন্দ্র করে বিএসএফের গুলিতে বিজিবির সিপাহী মোহাম্মদ রইশুদ্দীন নিহত হন। 

স্থানীয় সূত্র জানায়, ধান্যখোলা সীমান্ত এলাকা দিয়ে ভোরে চোরাকারবারিরা গরু আনছিল। বিষয়টি টের পেয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা চোরকারবারিদের ধাওয়া করে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে। এ সময় বিজিবি সদস্য সিপাহী রইস উদ্দীন বিএসএফ সদস্যদের দেখে সামনে এগিয়ে যান। ঘটনার সময় রইস উদ্দীন সাদা পোশাকে ছিলেন। 

পরিচয় পাওয়ার পরও বিএসএফ সদস্যরা রইস উদ্দীনকে গুলি করে আহত করে। এরপর বিজিবির আহত ওই সদস্যকে ভারত সীমান্তের ভেতরে নিয়ে যাওয়া হয়। ভারতের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর ২টার দিকে রইস উদ্দীনের মৃত্যু হয় বলে সূত্র জানিয়েছে।

ঘটনার পরপরই এ বিষয়ে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয়। পরে জানা যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ রইশুদ্দীন মারা গেছেন। এ বিষয়ে বিএসএফকে বিষয়টির ব্যাপারে সুষ্ঠু তদন্তের দাবি জানানোর পাশাপাশি কূটনৈতিকভাবে তীব্র প্রতিবাদ জানানো হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ