Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ২ ১৪৩২

হুমায়ুন কবির, তারাকান্দা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৮, ২৫ জানুয়ারি ২০২৪

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, নিহত ১

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে গেছে সিএনজি।

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে গেছে সিএনজি।

ময়মনসিংহের তারাকান্দায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ট্রাকের পেছনে এসে ধাক্কা লাগা সিএনজির এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন কয়েকজন যাত্রী।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৬টায় ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের গোপালপুর খামারবাজার নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যাক্তি ফুলপুর উপজেলার রুপসি ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মো. নূরুল ইসলামের পুত্র আনিছুর রহমান (৩০)।

দুর্ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের গোপালপুর খামারবাজারে দাঁড়িয়ে থাকা বিকল একটি সার ভর্তি ট্রাকের পিছনে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে যায় সিএনজিটি। এতে আনিসুর রহমান (৩০) নামের এক যাত্রী নিহন হন ঘটনাস্থলেই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াজেদ জানান, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। যানবাহন দুটিও থানা পুলিশের হেফাজতে রয়েছে। আইনানুগ প্রক্রিয়া চালু রয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ