Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ২ ১৪৩২

মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর)

প্রকাশিত: ১৮:৪৮, ২৯ জানুয়ারি ২০২৪

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করল খানসামা থানা পুলিশ 

দিনাজপুরের খানসামায় দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছে পুলিশ বাহিনী।

দিনাজপুরের খানসামায় দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছে পুলিশ বাহিনী।

দিনাজপুরে যখন সর্বনিম্ন তাপমাত্রা ৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বইছে ভয়াবহ শৈত্যপ্রবাহ। একটু উষ্ণতার পরশ পেতে হতদরিদ্র ছুটছেন বিভিন্ন জনের দ্বারে দ্বারে। আর সেই উষ্ণতার পরশ নিয়ে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে খানসামা থানা পুলিশ। দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে থানা পুলিশের উদ্যোগে।

সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন খানসামা থানার উদ্যোগে থানা প্রাঙ্গণে এসব শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ সুমন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান মন্ডল, এস আই ইবনে ফরহাদ, এস আই দিবাকর রায়সহ পুলিশ সদস্যবৃন্দ।

আই নিউজ/এইচএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ