Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ২ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১৩:৩২, ৩০ জানুয়ারি ২০২৪

প্রতি কেজি পেঁয়াজের মূল্য

আজকের প্রতি কেজি পেঁয়াজের মূল্য রাখা হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজি পর্যন্ত। আকাশছোঁয়া হয়ে গেছে পেঁয়াজের মূল্য। আজকের এই প্রতিবেদনে আমরা জানবো ‌ বর্তমানে কত করে পেঁয়াজ বিক্রি হচ্ছে বিভিন্ন বাজারে।

করোনা কালীন সময়ে পেঁয়াজের দাম সর্বোচ্চ পরিমাণ পর্যন্ত উঠেছিল। তখন এক কেজি পেয়াজের দাম বিক্রি হতো প্রায় ৪০০ থেকে ৬০০ টাকা কেজি পর্যন্ত। এর দাম সর্বনিম্ন এসেছিল ২০ টাকা কেজি। মাঝে মাঝে এর দাম ঊর্ধ্বগতি হয় আবার মাঝে মাঝেই কমে যায়। সম্প্রীতি সময়ে এর দাম অনিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে। সপ্তাহখানেক আগেই এর দাম ছিল প্রায় 40 থেকে 50 টাকা কেজির মধ্যে। গতকাল থেকে বিভিন্ন হাটবাজারে দাম বৃদ্ধি পেয়ে হয়ে গিয়েছে প্রায় ৯০ থেকে ১০০ টাকা কেজি পর্যন্ত।

সরকারিভাবে এ দাম নির্ধারণ করা হয়নি মূলত সিন্ডিকেটের মাধ্যমে এর মূল্য বৃদ্ধি পেয়েছে। এইতো গত বছর কাঁচা মরিচের দাম হয়েছিল প্রায় ৬০০ টাকা কেজি পর্যন্ত। এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। শোনা যাচ্ছে একটু দেখি যে পেঁয়াজের দাম রাখা হচ্ছে ৯০ থেকে 100 টাকা পর্যন্ত। সাধারণ জনগণের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। এর দাম নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন বেশ কিছু ক্রেতা।

তবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে খুব দ্রুত সঠিক মূল্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা হবে বলে জানানো হয়েছে। এরকম নিত্য প্রতিদিনের সকল আসবাবপত্র এবং জিনিসের দাম জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ