Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ২ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:০৬, ৩১ জানুয়ারি ২০২৪

২২ বছর আগের মামলায় ১১ আসামিকে মৃ ত্যু দ ণ্ড

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

২২ বছর আগে জয়পুরহাটে স্কুলছাত্র মোয়াজ্জেম হোসেন হ ত্যা মামলার ১১ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেক আসামিকে একইসঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জয়পুরহাট শহরের দেওয়ানপাড়া এলাকার বেদারুল ইসলাম বেদিন, শান্তিনগর এলাকার সরোয়ার রওশন সুমন, আরাফাত নগরের মশিউর রহমান এরশাদ বাবু, দক্ষিণ দেওয়ানপাড়ার মনোয়ার হোসেন মনছুর, একই এলাকার টুটুল, দেওয়ানপাড়ার রানা, তেঘর বিশার নজরুল ইসলাম, দেবীপুর কাজীপাড়ার শাহী, দেবীপুর মন্ডলপাড়ার সুজন, কাজীপাড়ার রহিম, পার্শ্ববর্তী নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার ডাবলু।

মামলা সূত্রে জানা গেছে, জয়পুরহাটের পাঁচুরচক এলাকার ফজলুর রহমানের ছেলে পাঁচুরচক মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র মোয়াজ্জেম হোসেন ২০০২ সালের ২৮ জুন বিকেলে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে রাতে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর পরেরদিন সকালে জয়পুরহাট-জামালগঞ্জ সড়কের পাশে আহত অবস্থায় মোয়াজ্জেমকে পাওয়া যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় ঐদিন রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় উল্লিখিত আসামিদের বিরুদ্ধে তার বাবা বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে বুধবার এ রায় দেন আদালত। আসামিদের মধ্যে ছয়জন পলাতক রয়েছেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ