Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ২ ১৪৩২

হুমায়ুন কবির, তারাকান্দা

প্রকাশিত: ১৫:১৬, ৩১ জানুয়ারি ২০২৪

ময়মনসিংহে বন্ধুর ছু রি কা ঘা তে বন্ধু নি হ ত, আসামি গ্রেফতার 

রক্তমাখা চাকু সহ হাতেনাতে আসামিকে গ্রেফতার করে পুলিশ। ছবি- আই নিউজ

রক্তমাখা চাকু সহ হাতেনাতে আসামিকে গ্রেফতার করে পুলিশ। ছবি- আই নিউজ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিসকা উইনিয়নে বাথুয়ারী বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু হয়।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে বিসকা ইউনিয়নে বাথুয়াদী গ্রামে এ ঘটনা ঘটেছে। 

জানা গেছে, বিসকা ইউনিয়নে বাথুয়াদী গ্রামের মোড়ে সাইফুলের চা দোকানের সামনে মাসুম মাজু ড্রাইভারকে (৩৫) সাইফুলের চা দোকানের সামনে পার্শ্ববর্তী গ্রামের জহিরুল ইসলাম জহি্রের (৩০) সাথে বাকবিতণ্ডা শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে জহিরুলের সাথে থাকা ধারালো চাকু দিয়ে মাসুদ মাজুকে আঘাত করে। 

ঘটনাস্থলে গুরুতর আহত মাসুদ মাজুকে স্থানীয় বাসিন্দারা  চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মাসুম মাজু ড্রাইভার ও জহিরুল ইসলাম জহির তারা দুই জনই মাদকসেবনে আসক্ত ছিলো বলে জানা গেছে। ওই ঘটনা জানার পরে তারকন্দা থানা পুলিশ অভিযান পরিচালনা করে।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ ওয়াজেদ আলী জানান, আসামিকে গ্রেফতারের জন্য আমি সঙ্গীয় ফোর্স নিয়ে রাতেই অভিযান পরিচালনা করে চান্দের বাজার থেকে ধারালো রক্তমাখা চাকু সহ হাতেনাতে আসামিকে গ্রেফতার করি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ