Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ২ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৯, ৩১ জানুয়ারি ২০২৪

ইজতেমায় আসার পথে এক বৃদ্ধ মুসল্লির মৃত্যু 

আগামী ২ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে শুরু হতে যাচ্ছে এবারের বিশ্ব ইজতেমার আসর। ছবি- সংগৃহীত

আগামী ২ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে শুরু হতে যাচ্ছে এবারের বিশ্ব ইজতেমার আসর। ছবি- সংগৃহীত

আগামী ২ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে শুরু হতে যাচ্ছে এবারের বিশ্ব ইজতেমার আসর। এরিমধ্যে দেশ-বিদেশ থেকে মুসল্লিরা আসতে শুরু করেছে ইজতেমা প্রাঙ্গণে। গাজীপুরের টঙ্গীতে আজ ইউনুস মিয়া (৬০) নামের এক ইজতেমার বৃদ্ধ মুসল্লি মারা গেছেন বলে জানা গেছে।

বুধবার (৩১জানুয়ারি) দুপুরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। ইউনুছ মিয়া (৬০) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার ধামাউরা গ্রামের মৃত বুদু মিয়ার ছেলে।

নিহতের সঙ্গে থাকা মুস‌ল্লি মজিবুর রহমান জানান, বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে ২৩ জন মুস‌ল্লি ‌নিয়ে ইজতেমার উদ্দেশ্যে রওনা হই। মীরের বাজার পার হয়ে টঙ্গীর কাছাকা‌ছি আসার পর দুইবার ব‌মি করেন ইউনুছ মিয়া। এরপর তিনি বাসের সিট থেকে হেলে পাড়েন। এ অবস্থায় তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনা‌রেল হাসপাতা‌লের জরুরি বিভা‌গের ডাক্তার লুনা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ইউনুছ মিয়া মারা যান।

এদিকে, বিশ্ব ইজতেমা শুরু হতে আর মাত্র একদিন বাকি। তাই বুধবার (৩১ জানুয়ারি) সকাল থেকেই বাস, ট্রাক, পিকআপে করে ইজতেমা ময়দানে আসতে শুরু করেন মুসল্লিরা।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম জানিয়েছেন, এরইমধ্যে ইজতেমা ময়দানের সব কাজ সম্পন্ন হয়েছে। ইজতেমা পরিচালনা করার জন্য ময়দানসহ বাদবাকি সবকিছুই প্রস্তুত করা হয়েছে। মুসল্লিরা মঙ্গলবার রাত থেকেই ময়দানে আসতে শুরু করেছেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ