Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫,   শ্রাবণ ১ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ০৭:৪৮, ৪ ফেব্রুয়ারি ২০২৪

বিশ্ব ইজতেমা আখেরি মোনাজাত ২০২৪

টঙ্গী ইজতেমার মাঠে আজকে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা আখেরি মোনাজাত ২০২৪। বাংলাদেশ সময় অনুসারে সকাল ৯ টা থেকে ১০টার মধ্যে অনুষ্ঠিত হতে পারে। যেই সকল মুসল্লিরা এখানে অংশগ্রহণ করবেন তারা অবশ্যই এই সময়ের ভিতরে টঙ্গী মাঠ প্রাঙ্গনে অবস্থান করবেন এমনটাই অনুরোধ করা হয়েছে আয়োজন কর্তৃপক্ষ থেকে।

মুসলিম বিশ্বের দ্বিতীয় মহাসম্মেলন হচ্ছে ইজতেমা যা বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে থাকে। প্রত্যেক বছর এখানে অনুষ্ঠিত হয়। আর প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে ২০২৪ সালের বিশ্ব ইজতেমা। শুরুর দিক থেকেই এখানে হাজার থেকে লাখো মানুষের জমায়েত হয়েছে। এই ইজতেমা শুরু হয়েছে গত ২ ফেব্রুয়ারি রোজ শুক্রবার থেকে। শুক্রবারে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের সবচেয়ে বড় জুম্মা জামায়াত। এখানে এত লোকের উপস্থিত ছিল যে ব্যতীত বিভিন্ন রাস্তাঘাট এবং দোকানপাটেগুলোতে মানুষ চট বিছিয়ে নামাজ আদায় করেছেন। বিশ্ব ইজতেমার এই প্রাঙ্গণে অংশগ্রহণ করেছেন তারা।

প্রথম পর্বের দ্বিতীয় দিন আজকে শেষ। আর শেষ মুহূর্তে সকাল ৯ টা থেকে ১০:০০ টার মধ্যে বিশ্ব ইজতেমা আখেরি মোনাজাত করবেন। আর এই মোনাজাতে অংশগ্রহণ করবে লাখো লাখো মুসলিমরা। ধারণা করা হচ্ছে আজকের এই মোনাজাতে অংশগ্রহণ করবে প্রায় কয়েক লক্ষ মানুষ। নতুন করে এখানে প্রায় কয়েক হাজার মানুষের আগমন করতে পারে যার কারণে এর আশেপাশের অঞ্চলসমূহতে প্রচুর ভিড় হবে।

বিভিন্ন মাধ্যম থেকে জানাই গিয়েছে আজকে বেশ কয়েকটি অঞ্চলে যানবাহন চলাচলে বেশি দিয়ে থাকবে এবং অঞ্চলে বন্ধ থাকবে। যারা ময়মনসিংহ, টাঙ্গাইল রোড দিয়ে গাজীপুরে প্রবেশ করবেন তাদের ক্ষেত্রে বেশ ঝামেলা পোড়াতে হবে যানবাহন নিয়ে। অন্যদিকে ঢাকা থেকে যারা এ অঞ্চলে প্রবেশ করবেন তাদের ক্ষেত্রেও পড়তে হবে যানবাহনের সংকটে। বিশেষ করে আব্দুল্লাহপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত এই যানবাহনের সংকট দেখা দিতে পারে।

যে সকল যাত্রীরা এই সকল অঞ্চল দিয়ে ভ্রমণ করবেন তারা অবশ্যই নির্দিষ্ট সময় হাতে নিয়ে বের হবেন অথবা বিকল্প রাস্তায় গ্রহণ করার চেষ্টা করবেন।

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ