Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ২ ১৪৩২

অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী (দিনাজপুর) 

প্রকাশিত: ১৬:৩৮, ৬ ফেব্রুয়ারি ২০২৪

ফুলবাড়ীতে ভোক্তা সংরক্ষণ আইনে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

ফাইল ছবি

ফাইল ছবি

দিনাজপুরের ফুলবাড়ীতে ধান ও চাল মজুদ বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে পাঁচ ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গত সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী নেতৃত্বে ধান ও চাল মজুদ বিরোধী এবং বাজার মনিটরিং কল্পে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এতে পাঁচ ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন, ধান ও চাল মজুদ বিরোধী এবং বাজার মনিটরিং কল্পে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’ ২০০৯ অনুযায়ী পাঁচ ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিক পরিশোধ পূর্বক তারা দায়মুক্ত হয়েছে। 

এ সময় থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ