Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ২ ১৪৩২

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩২, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৩ পরীক্ষার্থী

প্রথমদিনের পরীক্ষায় দিনাজপুরে অনুপস্থিত ছিলেন ২৩ জন পরীক্ষার্থী।

প্রথমদিনের পরীক্ষায় দিনাজপুরে অনুপস্থিত ছিলেন ২৩ জন পরীক্ষার্থী।

দিনাজপুরের ফুলবাড়ীতে শান্তিপূর্ণভাবে গতকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২৩ জন পরীক্ষার্থী।

জানা গেছে, পরীক্ষায় ২ হাজার ১০৬ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ করার কথা থাকলে ২৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকায় পরীক্ষায় অংশ নিয়েছে ২ হাজার ৮৩ জন। অনুপস্থিত ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮ জন ছাত্রী এবং ৫ জন ছাত্র রয়েছে। 

অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধিন এসএসসিতে ৯ জন, কারিগরি শিক্ষা বোর্ডের অধিন এসএসসিতে ২ জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিন এসএসসি দাখিলে ১২ জন রয়েছে।

সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, এই পরীক্ষা কেন্দ্র থেকে ৫৪৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও ৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ না করায় অংশগ্রহণ করেছেন ৫৪৩ জন। 

ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, এই পরীক্ষা কেন্দ্র থেকে ৫৬৭ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও ৪ জন অংশগ্রহণ না করায় অংশগ্রহণ করেছে ৫৬৩ জন পরীক্ষার্থী। একইভাবে দাদুল চকিয়াপাড়া উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে ৩৬৬ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও ২ জন অনুপস্থিত থাকায় অংশগ্রহণ করেছে ৩৬৪ জন পরীক্ষার্থী।

এদিকে ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয পরীক্ষা কেন্দ্রে কারিগরি বোর্ডের অধিন এসএসসি ভোকেশনাল শাখা থেকে ২৫২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও পরীক্ষায় ২ জন অনুপস্থিত থাকায় অংশ নিয়েছে ২৫০ জন পরীক্ষার্থী। একই কেন্দ্র থেকে একই শিক্ষা বোর্ডের অধিন ১৫ জন পরীক্ষার্থী এসএসসি দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নিয়েছে।

অপরদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিন ফুলবাড়ী দারুস সুন্নাহ সিদ্দিকিয়া ফাযিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র থেকে ৩৬০ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও ১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকায় অংশ নিয়েছে ৩৪৮ জন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ