Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৪ মে ২০২৫,   বৈশাখ ২১ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ২১:০৮, ২১ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ২১:১২, ২১ ফেব্রুয়ারি ২০২৪

জামালপুর জেলার দর্শনীয় স্থান এবং শিক্ষা প্রতিষ্ঠান

বৃহত্তর ময়মনসিংহ বিভাগের অন্যতম একটি জেলা হচ্ছে জামালপুর জেলা। আজকের এই প্রতিবেদনে তুলে ধরা জামালপুর জেলার দর্শনীয় স্থান এবং শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে।

জামালপুর জেলার পর্যটন কেন্দ্র সমূহ

এই জেলায় রয়েছে ছোট-বড় অনেক পর্যটন কেন্দ্র যেখানে প্রত্যেক বছর প্রায় কয়েক লক্ষ মানুষ আছে ভ্রমণের জন্য। বিশেষ করে শিক্ষার্থীরা শিক্ষার সফরে আসেন এখানে বেশী।

  • লুইচ ভিলেজ
  • নিঝুম দ্বীপ
  • নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান
  • জামালপুর জিলা স্কুল
  • জামালপুর জেলা জামে মসজিদ
  • নোয়াখালী পাবলিক লাইব্রেরী, মাইজদী
  • আশেক মাহমুদ সরকারি কলেজ
  • জামালপুরর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
  • মটর ড্রাইভিং ট্রেনিং সেন্টার, জামালপুর
  • সিংহজানি উচ্চ বিদ্যালয়
  • লাউ চাপড়া
  • দয়াময়ী মন্দির
  • গান্ধি আশ্রম
  • ফকির ছাড়ু মিজি (রহ.) সাহেবের দরগাহ, মাইজদী
  • স্বর্ণ দ্বীপ
  • মহাত্মা গান্ধী জাদুঘর
  • বজরা শাহী মসজিদ
  • বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, সোনাইমুড়ি
  • বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
  • শহীদ ভুলু স্টেডিয়াম
  • সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়
  • মাইজদী কোর্ট বিল্ডিং দীঘি
  • মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়
  • ম্যানগ্রোভ বনাঞ্চল, চর জব্বর
  • রমজান মিয়া জামে মসজিদ

জামালপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহ

জেলায় রয়েছে ছোট-বড় অনেক শিক্ষা প্রতিষ্ঠান। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন জামালপুর জেলা এবং এর আশেপাশের অঞ্চলের শিক্ষার্থীরা

  • বেসরকারি বিশ্ববিদ্যালয় - ১টি,
  • সরকারি টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজ - ১টি
  • সরকারী কলেজ - ৮টি,
  • বেসরকারী কলেজ - ২০টি,
  • সরকারি মাধ্যমিক বিদ্যালয় - ৭টি,
  • সরকারি টেক্সটাইল ইনস্টিটিউট - ১টি
  • সরকারি মেডিকেল কলেজ - ১টি,
  • সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল - ১টি
  • সরকারি পল্লী উন্নয়ন একাডেমি - ১টি
  • সরকারি ইন্সটিটিউট অব হেল্থ টেকনোলজি -১টি
  • বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় - ২২৪টি,
  • মাদ্রাসা-১১০টি,
  • কৃষি গবেষণা কেন্দ্র - ১টি,
  • কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-২টি,
  • জুনিয়র হাইস্কুল - ৩৮টি,
  • সরকারি প্রাথমিক বিদ্যালয় - ৫৮৮টি,
  • বেসরকারী প্রাথমিক বিদ্যালয় - ৩৯০,
  • কিন্ডার গার্টেন স্কুল - ১৭৬টি
  • আইন কলেজ - ১টি,
  • হোমিওপ্যাথি কলেজ - ১টি,
  • কারিগরি স্কুল এন্ড কলেজ-২টি।

এই প্রতিবেদনে জামালপুর জেলার দর্শনীয় স্থান এবং শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানলেন আপনারা। এরকম আরো অন্যান্য জেলার দর্শনীয় স্থানগুলো জানতে হলে অবশ্যই আমাদের সারা বাংলা ক্যাটাগরি দেখবেন।

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়