Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ২ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৫, ৫ মার্চ ২০২৪

নারায়ণগঞ্জে স্কুলছাত্র হ ত্যা: ৪ জনের মৃ ত্যু দ ণ্ড 

রায় ঘোষণার সময় শুধুমাত্র অনিক চন্দ্র দাস আদালতে উপস্থিত ছিলেন। ছবি- সংগৃহীত

রায় ঘোষণার সময় শুধুমাত্র অনিক চন্দ্র দাস আদালতে উপস্থিত ছিলেন। ছবি- সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জয়ন্ত চন্দ্র দাস নামে দশ বছর বয়সী এক স্কুলছাত্রকে অপহরণের পর হত্যার দায়ে চারজনের মৃ ত্যু দ ণ্ড দিয়েছেন আদালত। রায়ে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (০৫ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় দেন।

আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- শাহীন (৩৫), আলমগীর (২৭), অনিক চন্দ্র দাস (২৭) ও আশিক চন্দ্র দাস (৩০)। রায় ঘোষণার সময় শুধুমাত্র অনিক চন্দ্র দাস আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত তিনজন পলাতক রয়েছেন।

মামলার বরাত দিয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৮ সালের ৫ জুন শিশু জয়ন্তকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন আসামিরা। মুক্তিপণের টাকা না পেয়ে একদিন পর শিশু জয়ন্তকে বানিয়াদি এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেন তারা।

নিহত শিশু জয়ন্ত চন্দ্র দাস বানিয়াদি এলাকার কলা বিক্রেতা চৈতন্য চন্দ্র দাসের ছেলে। সে স্থানীয় শিশু মেলা কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ