Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১ ১৪৩২

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৬, ২০ মার্চ ২০২৪

নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে দুর্ঘটনায় নি হ ত ২

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে দুর্ঘটনায় নি হ ত হয়েছেন সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। 

বুধবার (২০মার্চ) সকাল ৮টার দিকে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের জোড়দরগা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নি হ ত রা হলেন মার্কেন্টাইল ব্যাংক নীলফামারী শাখায় কর্মরত নুরে আলম সিদ্দিকী ও জলঢাকা উপজেলার মৎস্য অফিসের অফিস সহায়ক আবু তাহের।

পুলিশ সূত্রে জানা যায়, চার জন যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি সৈয়দপুর শহর হইতে নীলফামারীর উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় সিএনজি চালিত অটোরিকশাটি নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের জোড়দরগা নামক স্থানে আসা মাত্র পিছন থেকে নীলফামারী গামী পিকআপ ভ্যানটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন যাত্রী নি হ ত হন।

নি হ ত আবু তাহের সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে এবং নুরে আলম সিদ্দিকী নওগাঁ জেলার খাস নওগাঁ এলাকার আসাদ আলী প্রামানিকের ছেলে। পরে স্থানীয়রা ৯৯৯ এ ফোন করলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আহতেদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। 

এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়। দূর্ঘটনা কবলিত সিএনজি থানায় নিয়ে আসা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ