Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:২০, ২১ মার্চ ২০২৪
আপডেট: ১৫:৪৪, ২৩ মার্চ ২০২৪

তারাবির নামাজ শেষে ইমামের মৃত্যু

নি হ ত ইমাম। ফাইল ছবি

নি হ ত ইমাম। ফাইল ছবি

কক্সবাজারের মহেশখালী উপজেলায় তারাবির নামাজ শেষে ইমামের মৃত্যু হয়েছে। নামাজ শেষে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান ইমাম। 

মারা যাওয়া ইমামের নাম হাফেজ মাওলানা নূর মোহাম্মদ (৪৫)। তিনি উপজেলার হোয়ানক ইউনিয়নের জামাল পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও ইসলামিয়া হাফেজিয়া এতিমখানার শিক্ষক।

জানা যায়, বুধবার (২০ মার্চ) উপজেলার হোয়ানকের জামাল পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের তারাবির নামাজ শেষে রাত সাড়ে ১০টায় আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইমাম মাওলানা নূর মোহাম্মদ। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পশ্চিম কলাউজান ইউনিয়নের বলি পাড়া গ্রামের মরহুম হাজী আব্দুল গফুরের ছেলে। রাত সাড়ে ১২টায় তার কর্মস্থল জামাল পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাজা শেষে তার মরদেহ লোহাগাড়ায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বৃহস্পতিবার সকালে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

এদিকে তারাবির নামাজ শেষে ইমামের মৃত্যু-তে তার সহকর্মী, ছাত্র-ছাত্রী, পরিচিতমহল ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ