আই নিউজ ডেস্ক
টেকনাফে গরু চরাতে গিয়ে দুই রাখাল নিখোঁজ
ফাইল ছবি
কক্সবাজার-টেকনাফের পাহাড়ি এলাকা থেকে গরু চরাতে গিয়ে দুই রাখালক যুবককে অপহৃত করেছে গহীন পাহাড়ে লুকিয়ে থাকা অস্ত্রধারী সন্ত্রাসীরা।
মঙ্গলবার (২৬ মার্চ) বিকালের দিকে উপজেলার হোয়াইক্যং কম্বনিয়া পাহাড়ি এলাকায় গরু চরাতে গিয়ে অপহরণের শিকার হয় তাঁরা।
অপহৃত দুই যুবক হচ্ছে-অত্র উপজেলা হোয়াইক্যং ইউপির রোজার ঘোনা এলাকার আমির হোসেনের পুত্র অলি আহমদ (৩২) ও কম্বনিয়া এলাকার ফিরোজের পুত্র নুর মোহাম্মদ (১৭)।
ঘটে যাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন অত্র ওয়ার্ডের ইউপি সদস্য মো.হাসান। তিনি গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন,গরু চরাতে গিয়ে পাহাড়ি এলাকা থেকে দু'জন রাখালকে ধরে নিয়ে গেছে অপহরণকারীরা। অপহরণের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টির খোঁজখবর নিচ্ছি।
এবিষয়ে জানতে চাইলে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনি সময়ের কন্ঠস্বরকে জানান, দুই যুবককে অপহরণ করার বিষয়ে জানতে পেরে ঘটনাস্থলে খোঁজখবর নেওয়ার জন্য পুলিশের টিম পাঠানো হয়েছে।
সম্প্রতি-গত ২১ মার্চ ভোরে হ্নীলা ইউপির পানখালীর পাহাড়ি এলাকা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে পাঁচ কৃষককে অপহৃত করা হয়েছিল।
এরপর অপহৃত পরিবারের সদস্যরা ২৪ ও ২৫ মার্চ নগদ ৬ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে অপহরণকারীদের কবল থেকে বাড়িতে ফেরত আসে।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি

























