Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী (দিনাজপুর)

প্রকাশিত: ১৬:৫৬, ২৯ এপ্রিল ২০২৪

৫৮০ প্রান্তিক কৃষককের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

দিনাজপুরের ফুলবাড়ীতে উফশী আউশ ধান ফসল ও পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৫৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ক্ষুদ্র ও প্রান্তি কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। 

উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য এবং বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 

এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, চলতি ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধান ফসল ও পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এরমধ্যে ৫০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার এবং ৮০ জন কৃষকের প্রত্যেকেকে ১ কেজি করে পাটের বীজ বিতরণ করা হয়েছে।

এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের কর্মকর্তা-কর্মচারি, উপজেলার বিভিন্ন এলাকা কৃষক, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়