Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১০ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:১৯, ৭ মে ২০২৪

ই-ভটি-জিংয়ের প্রতিবাদ করায় শিক্ষকের হাত ভাঙল কিশোর গ্যাং 

কিশোর গ্যাং এর হা ম লা র শিকার শিক্ষক। ছবি- সংগৃহীত

কিশোর গ্যাং এর হা ম লা র শিকার শিক্ষক। ছবি- সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ক্লাসে ঢুকে ছাত্রীকে ইভটিজিং করার প্রতিবাদ করায় এক শিক্ষককে পি-টিয়ে দুই হাত ভে-ঙে দিয়েছে কিশোর গ্যাং এর সদস্যরা।  

আ ক্র ম ণে র শিকার মােহাম্মদ হাসান (৩৪) কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের জামেয়া শরাফতিয়া ইসলামিয়া ফাযিল মাদরাসার শিক্ষক।  

গত রোববার (০৫ মে) বিকেলে উপজেলার মুছাপুর ইউনিয়নের মদিনা বাজারের পূর্ব পাশে শিক্ষকের উপর এ হামলা চালানো হয়। এর আগে, একই দিন বেলা ১১টার দিকে ওই মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির কক্ষে এই ইভটিজিং কাণ্ড ঘটে।  পরে বিকেলে প্রতিবাদকারী শিক্ষককে পেটায় কিশোর স-ন্ত্রাসীরা।

হা-মলায় অভিযুক্ত মো. রাজু (২৪) ও আবু নোমান (২৫) ওই মাদরাসা এলাকারই বাসিন্দা।  

জামেয়া শরাফতিয়া ইসলামিয়া ফাযিল মাদরাসার আরবি প্রভাষক মো. শহীদ উল্যাহ অভিযোগ করে বলেন, বেলা ১১টার দিকে বহিরাগত রাজু জামেয়া শরাফতিয়া ইসলামিয়া ফাযিল মাদরাসার ক্যাম্পাসে আসে। মাদরাসার এক ছাত্রের সহযোগিতায় সে ৬ষ্ঠ শ্রেণির কক্ষে ঢুকে এক ছাত্রীকে ই-ভটি-জিং করে। ওই সময়  ছাত্রী তার ভয়ে শ্রেণিকক্ষে থাকা বেঞ্চের নিচে লুকিয়ে যায়। এরপর অন্য সহপাঠীরা বাধা দিলেও রাজু তাকে উ'ত্ত্য'ক্ত করতে থাকে। 

এদিকে ঘটনার খবর পেয়ে মাদরাসার নূরানী বিভাগের শিক্ষক মো. সোহেল এগিয়ে আসলে ই-ভটি-জার রাজু ও তার সহযোগীরা মাদরাসার ভিতরে ওই শিক্ষককে মা-রধ-র করে। 

এরই জের ধরে বিকেলে মাদরাসা থেকে শিক্ষক হাসান বাড়ি ফেরার পথে রাজু ও নোমানের নেতৃত্বে ৭/৮ জন কিশোর গ্যাং সদস্য তার গতিরোধ করে হা-মলা চালায়। তখন শিক্ষক হাসান ভয়ে দৌড় দিলে হা-মলাকা-রীরা তাকে রাস্তায় দৌড়াতে দৌড়াতে বে-ধড়ক পে-টায়। এতে তার দুই হাত ভে-ঙে যায়।    

শিক্ষক হাসানের শ্বশুর মো.সাহাব উদ্দিন ও শাশুড়ি বিবি খাদিজা বলেন, ই-ভটি-জিংয়ের প্রতিবাদ করায় কিশোর গ্যাং সদস্যরা এ কাণ্ড ঘটিয়েছে। বর্তমানে হাসানকে জেলা শহর মাইজদীর জাপান-বাংলাদেশ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

জাপান-বাংলাদেশ হাসপাতালের অর্থোপেডিক ডাক্তার আবদুর রহমান বলেন, তার একটি হাতে অপারেশন করে পাত বসানো হয়েছে। অন্য একটি হাতে প্লাস্টার করা হয়েছে। তার দুটি হাতই ভে-ঙে গেছে।  

এ ব্যাপারে নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বিষয়টি শুনেছি।  ভুক্তভোগী শিক্ষকের পরিবারকে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়