Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০২, ১ জুন ২০২৪

রাণীশংকৈলে কাতিহার পশুর হাটে এক লক্ষ টাকা জরিমানা

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার অন্যতম বৃহৎ কাতিহার পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অপরাধে হাট ইজারাদারকে ১ লক্ষ  টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (০১ জুন ) বিকাল ৩ টায় কাতিহার হাটে নির্ধারিত সরকারি মূল্য গরু প্রতি ২৩০ টাকার পরবর্তে ৫০০ টাকা, ছাগল ৯০ টাকার পরিবর্তে ১৫০ টাকা টোল আদায় করার অপরাধে ইজারাদার মো.সারওয়ার লিয়নকে এ জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান। এ সময় স্থানীয় থানা পুলিশ উপস্থিত ছিলেন। 

এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান বলেন, সরকারি বিধি মোতাবেক নির্ধারিত টাকার অতিরিক্ত টোল আদায়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কাতিহার হাটের ইজারাদার সারওয়ার লিয়নকে এ জরিমানা করা হয়েছে। 

তিনি জানান, পরবর্তীতে হাটে অতিরিক্ত টোল আদায় যেন না করা হয় সে ব্যাপারে হাট ইজারদারকে সতর্ক করা হয়েছে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়