Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৫, ২৩ জুন ২০২৪

রাণীশংকৈলে ২টি দোকানে আগুন, লক্ষাধিক টাকার ক্ষ*তি 

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের নেকমরদ বাজারের মেসার্স একতা হার্ডওয়ার এন্ড ভ্যারাইটিস স্টোর ও একটি কসমেটিকস এর দোকান ঘরে আগুন লেগে দুটি দোকানের মালপত্র পুড়ে লক্ষাধিক টাকার ক্ষ*য়ক্ষ*তি হয়েছে। 

রোববার (২৩ জুন) সকাল সাড়ে ৯ টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ভুক্তভোগী একতা হার্ডওয়ার এন্ড ভ্যারাইটিস স্টোর এর মালিক জবাইদুর রহমান (৫৫) ও কসমেটিক দোকানের মালিক নূর মোহাম্মদ (৫০) জানায় গতকাল রাতে প্রতিদিদের মতো দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে দোকানে আগুন লেগেছে শুনে এসে দেখি প্রায় সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। 

স্থানীয়রা বলছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। 

রাণীশংকৈল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাসিম ইকবাল জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। 

তিনি আরও জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগতে পারে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি দুইটি দোকানের প্রায় ৪ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল পুড়ে গেছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়