Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:৪৪, ২৯ জুন ২০২৪

ফেরিতে উঠতে গিয়ে মোটরসাইকেল নদীতে, অল্পের জন্য রক্ষা 

দু/র্ঘটনার শিকার পিকলু হাসান ও তার মোটরসাইকেল। ছবি- আই নিউজ

দু/র্ঘটনার শিকার পিকলু হাসান ও তার মোটরসাইকেল। ছবি- আই নিউজ

বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে চলমান ফেরিতে উঠতে গিয়ে একটি মোটরসাইকেল পড়ে ডুবে যায়। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান আরোহী পিকুল হাসান। তবে বুকে, হাতে ও পায়ে মা/রাত্মক চোট পান তিনি। 

শনিবার (২৯ জুন) বিকাল সোয়া ৪টার দিকে বন্দরবাজার সংলগ্ন ঘাট থেকে ফেরিতে উঠতে গিয়ে এ দু/র্ঘটনা ঘটে। ঘটনায় আহ/ত পিকুল রেডিয়াম ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেন্টেটিভ পদে চাকরি করেন।  

জানা যায়, পিকুল হাসান মোটরসাইকেল দিয়ে বরিশাল থেকে বানারীপাড়া হয়ে ঔষধের স্যাম্পল নিয়ে সন্ধ্যা নদীর ফেরিঘাটে আসেন। এ সময় ফেরি ছেড়ে দেওয়ায় পিকুল মোটরসাইকেল নিয়ে ফেরিতে উঠতে গেলে সামনের চাকা চলমান ফেরির উপরে পড়ে যায়। এ সময় ফেরির অন্য যাত্রীরা মোটরসাইকেল আরোহী পিকুল হাসানকে টেনে তুললেও মোটরসাইকেলটি পানিতে পড়ে ডুবে যায়। 

এ ঘটনায় পিকুল বুক, হাতে ও পায়ে মা/রাত্মক চোট পায় ও জখম হয়। মোটরসাইকেলটি তাৎক্ষণিক খেয়া চালকদের সহযোগিতায় দড়ি বেঁধে ফেরির ওপর টেনে তোলা হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়