Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪১, ২ জুলাই ২০২৪

গোয়াইনঘাটে ১৫১টি গ্রাম বন্যায় প্লাবিত

গোয়াইনঘাটে ১৫১টি গ্রাম বন্যায় প্লাবিত। ছবি- সংগৃহীত

গোয়াইনঘাটে ১৫১টি গ্রাম বন্যায় প্লাবিত। ছবি- সংগৃহীত

সিলেটের সীমান্তবর্তী তিন উপজেলার নিম্নাঞ্চল তৃতীয় দফায় বন্যা প্লাবিত হয়ে গেছে। এরমধ্যে গোয়াইনঘাট উপজেলায় ১৫১টি গ্রামের লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, বাড়ছে নদ-নদীর পানি।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চলছে উদ্ধার কাজ, আশ্রয় কেন্দ্রে ছুটে চলেছে মানুষজন। দফায় দফায় বন্যা সৃষ্টি হওয়ায় আতঙ্কে রয়েছেন নিম্নাঞ্চলের লোকজন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার প্রায় ২৪৫ বর্গ কিঃমিঃ এলাকা এবং ১৫১টি গ্রাম প্লাবিত হয়েছে এবং প্রায় ১৫০০ হেক্টর কৃষি জমি নিমজ্জিত।

উপজেলা প্রশাসনের দেওয়া তথ্য মতে, বন্যায় উপজেলার ১৩ টি ইউনিয়নে পানিবন্দি পরিবার সংখ্যা: ১৯,৭৫০ টি ও ক্ষতিগ্রস্থ লোক সংখ্যা: ৯৮,৬০০ জন।

এ পর্যন্ত ৫৬ টি আশ্রয় কেন্দ্রের মধ্যে তিনটি আশ্রয় কেন্দ্রে ৮১টি পরিবার ও ২৯টি গবাদিপশু আশ্রিত হয়েছে। সারী গোয়াইন ও পিয়াইন নদীর পানি বিপদসীমা দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কার্যক্রম ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য মোট ৪৭টি নৌকা মাঝিসহ প্রস্তুত রয়েছে। উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা প্রশাসনের পাশাপাশি সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য ও স্বেচ্ছাসেবকগণ পূর্বের ন্যায় একযোগে কাজ করবেন। বন্যা পরিস্থিতি মোকাবেলা সংক্রান্ত সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে প্রতিটি ইউনিয়নে ১ জন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে এবং মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে উপজেলাবাসীকে আগে থেকেই সতর্ক থাকার অনুরোধ করছি। এছাড়া যে সকল ঘর বাড়িতে বন্যার পানি ঢুকার সম্ভাবনা রয়েছে তাদেরকে সময় নষ্ট না করে এখনই নিরাপদ আশ্রয়ে তথা নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। বন্যা মোকাবেলায় উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা প্রশাসনের পাশাপাশি সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ওয়ার্ড সদস্য ও স্বেচ্ছাসেবকগণ পূর্বের ন্যায় একযোগে কাজ করবেন। বন্যা পরিস্থিতি মোকাবেলা সংক্রান্ত সকল কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার স্বার্থে প্রতিটি ইউনিয়নে ১ জন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়