Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

ইয়ানূর রহমান

প্রকাশিত: ২০:০০, ৪ জুলাই ২০২৪

বাংলাদেশের পক্ষ থেকে ভারতে উপহারের আম পাঠাল সরকার 

১৫টি বক্সে করে মোট ৩০০ কেজি আম পাঠানো হয়েছে। ছবি- আই নিউজ

১৫টি বক্সে করে মোট ৩০০ কেজি আম পাঠানো হয়েছে। ছবি- আই নিউজ

বাংলাদেশের পক্ষ থেকে ভারত সরকারের জন্য উপহারের ৩০০ কেজি (১৫ কার্টুন) আম পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জুলাই) সকালে বাংলাদেশ থেকে ভারতগামী আন্তর্জাতিক বাস সার্ভিস শ্যামলী পরিবহন এবং গ্রিন লাইন পরিবহনের মাধ্যমে কলকাতায় অবস্থিত বাংলাদেশি দূতাবাসের কনস্যুলার আলমাস হোসাইনের কাছে এই আম পাঠানো হয়েছে। সেখান থেকে আমগুলো কলকাতায় অবস্থিত বাংলাদেশি দূতাবাসের কনস্যুলার আলমাস হোসাইন গ্রহণ করে ভারত সরকারের কাছে হস্তান্তর করবেন।

বেনাপোলের আইসিপি ক্যাম্পের বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, আজ সকালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক পরিসেবা শ্যামলী পরিবহন এবং গ্রিন লাইন পরিবহনের মাধ্যমে ১৫টি কার্টুনে (৩০০ কেজি) আম ভারত সরকারকে উপহারস্বরূপ প্রদানের জন্য কলকাতায় পাঠানো হয়েছে। 

সেখান থেকে বাংলাদেশ দূতাবাস ভারত সরকারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়