Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ৩০ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১৫ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৮, ১১ আগস্ট ২০২৪

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বজ্রপাতে মা-মেয়ের মৃ*ত্যু 

একই পরিবারের মা-মেয়ের এমন মৃ*ত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছব- আই নিউজ

একই পরিবারের মা-মেয়ের এমন মৃ*ত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছব- আই নিউজ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বজ্রপাতে মেরিনা আক্তার (৪৫) ও সাথী আক্তার (১৩) নামে দুই জনের মৃ/ত্যু হয়েছে। সম্পর্কে তারা মা-মেয়ে বলে জানা গেছে।

রোববার (১১ আগস্ট) দুপুরে উপজেলার হোসেগাঁও ইউনিয়নের উঝধারী গ্রামে এ ঘটনা ঘটে। হোসেগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান মতি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

মেরিনা ও সাথী উঝধারী গ্রামের মিলচাতালে কাজ করা দিনমজুর সৈয়দ আলীর স্ত্রী ও মেয়ে। 

জানা যায়, ঘটনার দিন সকাল ১০টায় মা-মেয়ে মিলে বাড়ির পাশের মাঠে তাদের নিজের ধানের ক্ষেতে নিড়ানি দিতে যান। দুপুরে অঝোড়ে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তাড়াহুড়ো করে বাড়ি ফেরার সময় বজ্রপাতে মারা যান তারা। 

মেরিনার স্বামী সৈয়দ আলী জানান, সকাল থেকে আমার স্ত্রী ও মেয়ে ধান ক্ষেতে নিড়ানির কাজ করছিলো। হঠাৎ মুষলধারে বৃষ্টি এলে তারা বাড়ির উদ্দেশ্যে রাওনা হয়। পথিমধ্যে বিকট আওয়াজে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যায়।  

এ ঘটনায় ওই পরিবারে শোকের মাতম চলছে। একই পরিবারের মা-মেয়ের এমন মৃ*ত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়