Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৩, ১৪ আগস্ট ২০২৪

শ্রীমঙ্গলে পাঁচতারকা রিসোর্টে লুকিয়ে রয়েছেন শামীম ওসমান!

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান শ্রীমঙ্গলের একটি পাঁচতারকা মানের রিসোর্টে লুকিয়ে রয়েছেন বলে একটি গুজব রটেছে। এরপরই রিসোর্টটির মূল ফটকে অবস্থান ও ভীড় করতে শুরু করে ছাত্র ও উৎসুক জনতা।

তবে, শামীম ওসমান থাকার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও গুজব রটিয়ে রিসোর্টের ভাবমূর্তিকে ক্ষুন্ন করার চেষ্টা করা হয়েছে বলে দাবি গ্র্যান্ড সুলতান রিসোর্টের।

প্রথমে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর টিম রিসোর্টটি ঘিরে রাখে। পরে ঘটনাস্থলে উপস্থিত হন শ্রীমঙ্গল পৌর মেয়র মহসিন মিয়া। তিনি উৎসুক জনতার উদ্দেশ্যে বলেন, ‘এখানে কেউ নেই, এইসব গুজব।আপনারা এখান থেকে চলে যান। অযথা ভীড় করবেন না।’ 

বুধবার বেলা পোনে ১২ টার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেইজে শ্রীমঙ্গলের একটি পাঁচতারকা রিসোর্টে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান লুকিয়ে রয়েছেন বলে একটি গুজব রটানো হয়।

তাছাড়া গ্র‍্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ -এর এক কর্মকর্তা (নাম প্রকাশে) অনিচ্ছুক তিনি বলেন, ‘এখানে কেউ নেই।এক দুইজন গেস্ট আছেন শুধু ভীতরে। এর বাইরে কেউ নেই।’

এদিকে রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তি মালিকানাধীন একটি পাঁচতারকা রিসোর্ট। যা কিনা সুনামের সাথে আমাদের বাংলাদেশের ভাবমূর্তিকে ও পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে রূপান্তরিত করেছে। দেশবাসী সেটা জানেন। 

আরো জানায়, বর্তমানে বাংলাদেশের এই ক্রান্তিলগ্নে কিছু মহল বিচার বিবেচনা না করেই উস্কানি মূলক কিছু পোস্ট ছড়িয়ে দিয়েছে। যা কিনা পর্যটন খাত তথা গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ এর ভাবমূর্তিকে ক্ষুন্ন করার জন্য যথেষ্ট।

সাধারণ জনতার উদ্দেশ্যে রিসোর্ট কর্তৃপক্ষ বলেন, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাবো আপনারা যেন কোন কিছু না জেনে না বুঝে সোশ্যাল মিডিয়াতে দেশের পর্যটন শিল্প ক্ষুন্ন হয় এমন কোন পোস্ট দেয়া থেকে বিরত থাকবেন। এ ব্যাপারে পর্যটন শিল্প রক্ষার্থে বর্তমান সরকারকে বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

আই নিউজ/আরএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়