Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২০ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩২

হুমায়ুন কবির, তারাকান্দা

প্রকাশিত: ১৯:৪৩, ১৭ আগস্ট ২০২৪

তারাকান্দায় সরকারী কলেজে ভর্তিতে অনিয়মের অভিযোগ

একাদশ শ্রেণির ভর্তিতে অতিরিক্ত টাকা আদায়ের লিখিত অভিযোগ পাওয়া গেছে।

একাদশ শ্রেণির ভর্তিতে অতিরিক্ত টাকা আদায়ের লিখিত অভিযোগ পাওয়া গেছে।

সরকারী নিয়মনীতি ও নির্দেশনার তোয়াক্কা না করে বঙ্গবন্ধু সরকারি কলেজ একাদশ শ্রেণির ভর্তিতে অতিরিক্ত টাকা আদায়ের লিখিত অভিযোগ পাওয়া গেছে।

গত ১৩ আগস্ট (মঙ্গলবার) তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা বরাবর শিক্ষার্থীরা অতিরিক্ত ভর্তি ফি আদায়ের ব্যাপারে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

নাম প্রকাশে অনিচ্ছক একাধিক শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে মন্ত্রীর ছোট ভাই প্রিন্সিপাল সাজ্জাদ আহমেদের একক নিয়ন্ত্রণে বঙ্গবন্ধু সরকারি কলেজ পরিচালনা করে আসছেন। তার স্বেচ্ছাচারীতায় কলেজটি জিম্মি হয়ে পড়েছে।  ৬৫৪ জন শিক্ষার্থীদের বিপরীতে ৩৫০ প্রদান করতে হবে এ মর্মে নির্দেশনা দিয়ে তিনি প্রায় ২ লক্ষ ২৮ হাজার ৯০০ টাকা দুর্নীতি করেছেন বলে অভিযোগ।

গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে অভিযুক্ত প্রিন্সিপাল সাজ্জাদ আহমেদ কলেজে অনুপস্থিত রয়েছেন। তার বিষয়টি নিয়ে এখন গোটা উপজেলা জুড়ে তোলপাড় চলছে।

এ বিষয়ে সাজ্জাদ আহমেদ উনার সাথে যোগাযোগের চেষ্টা করলে উনার ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয় নিয়ে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা জানান, শিক্ষার্থীদের লিখিত অভিযোগ পেয়েছি, মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা বলেছি। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়