হুমায়ুন কবির, তারাকান্দা
তারাকান্দায় সরকারী কলেজে ভর্তিতে অনিয়মের অভিযোগ
একাদশ শ্রেণির ভর্তিতে অতিরিক্ত টাকা আদায়ের লিখিত অভিযোগ পাওয়া গেছে।
সরকারী নিয়মনীতি ও নির্দেশনার তোয়াক্কা না করে বঙ্গবন্ধু সরকারি কলেজ একাদশ শ্রেণির ভর্তিতে অতিরিক্ত টাকা আদায়ের লিখিত অভিযোগ পাওয়া গেছে।
গত ১৩ আগস্ট (মঙ্গলবার) তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা বরাবর শিক্ষার্থীরা অতিরিক্ত ভর্তি ফি আদায়ের ব্যাপারে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
নাম প্রকাশে অনিচ্ছক একাধিক শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে মন্ত্রীর ছোট ভাই প্রিন্সিপাল সাজ্জাদ আহমেদের একক নিয়ন্ত্রণে বঙ্গবন্ধু সরকারি কলেজ পরিচালনা করে আসছেন। তার স্বেচ্ছাচারীতায় কলেজটি জিম্মি হয়ে পড়েছে। ৬৫৪ জন শিক্ষার্থীদের বিপরীতে ৩৫০ প্রদান করতে হবে এ মর্মে নির্দেশনা দিয়ে তিনি প্রায় ২ লক্ষ ২৮ হাজার ৯০০ টাকা দুর্নীতি করেছেন বলে অভিযোগ।
গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে অভিযুক্ত প্রিন্সিপাল সাজ্জাদ আহমেদ কলেজে অনুপস্থিত রয়েছেন। তার বিষয়টি নিয়ে এখন গোটা উপজেলা জুড়ে তোলপাড় চলছে।
এ বিষয়ে সাজ্জাদ আহমেদ উনার সাথে যোগাযোগের চেষ্টা করলে উনার ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয় নিয়ে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা জানান, শিক্ষার্থীদের লিখিত অভিযোগ পেয়েছি, মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা বলেছি।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024