মো. আজিজার রহমান,খানসামা (দিনাজপুর)
খানসামায় স্কুলছাত্রীকে শ্লী-ল-তাহা-নির অপরাধে যুবকের কারাদ*ন্ড
অপরাধী মো. শাকিল ইসলাম। ছবি- আই নিউজ
দিনাজপুরের খানসামায় স্কুলছাত্রীর শ্লী-ল-তাহা-নির অভিযোগে এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদ*ণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ এ দণ্ডাদেশ প্রদান করেন।
আটককৃত মো. শাকিল ইসলাম (২২) উপজেলার দুহশুহ গ্রামের মো. ফয়েজ উদ্দিনের ছেলে। নির্যাতিত ছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ওই ছাত্রী বিদ্যালয়ে আসার সময় অভিযুক্ত শাকিন রাস্তায় আটকিয়ে তার শরীরের স্প*র্শকাতর স্থানে হাত দেয়। পরে, ওই ছাত্রী চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে ঘটনাস্থলে। উৎসুক জনতা তাকে আটক করে প্রথমে মারধ*র করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে ঘটনাস্থলেই তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
মার*ধরের করায় প্রাথমিক চিকিৎসার জন্য তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। চিকিৎসা শেষে থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ বলেন, জনগণ ওই যুবককে আটক করে। পরে নারীর প্রতি শ্লীলতাহানি উদঘাটিত হওয়ায় ১৮৬০ এর ৫০৯ ধারায় ঘটনাস্থলেই তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম জানান, এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা