রুপম আচার্য্য
শ্রীমঙ্গলে গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত
মন্দিরে ৫২৫ রকমের তরকারি দিয়ে গোবর্ধন পূজা ও অন্নকূট এর ভোগ নিবেদন করা হয়। ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথম বারের মতো শ্রী শ্রী প্রভূ জগদ্বন্ধু আশ্রম ও মিশনে অনুষ্ঠিত হয়েছে গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব।
অন্নকূট উৎসবে ৫২৫ কেজি অন্ন ও ৫২৫ রকমের রান্না করা পদ শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয়।
শনিবার (০২ নভেম্বর) দুপুরে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে উত্তরসূরে অবস্থিত শ্রী শ্রী প্রভূ জগদ্বন্ধু আশ্রমে অন্নকূট মহোৎসবের আয়োজন করা হয়।
এদিন দুপুর ১২ টার দিকে ৫২৫ কেজি অন্ন ও ৫২৫ রকমের তরকারি দিয়ে গোবর্ধন পূজা ও অন্নকূট এর ভোগ নিবেদন করা হয়। এই ভোগ প্রদক্ষিণ করতে বেলা সোয়া ১ টার দিকে (১ ঘন্টা) সময়ের জন্য আগত ভক্তবৃন্দের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
প্রচলিত বিশ্বাস বলছে এই দিনেই গিরি গোবর্ধন আঙুলের ডগায় তুলেছিলেন শ্রীকৃষ্ণ। অনেক জায়গায় এদিন অন্নকূট উৎসব পালিত হয়। এই দিনে গোবর্ধন পাহাড়ের আকারে খাবারের স্তূপ তৈরি করে ভগবান কৃষ্ণকে নিবেদন করা হয়। তারপর খাবারটি ভক্তদের মধ্যে প্রসাদ হিসাবে ভাগ করা হয়।
এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার ইসকন মন্দিরে গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। মূলত, পাঁচ হাজার বছরেরও অধিক সময় ধরে সনাতন ধর্মালম্বীরা প্রতি বছর এ উৎসবের আয়োজন করে আসছেন। এদিকে অন্নকূট মহোৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে কয়েক হাজারের বেশী ভক্তবৃন্দের সমাগম ঘটে।
জানা যায়, অন্নকুট শব্দের অর্থ অন্নের পাহাড়। এই উৎসবে গিরিরাজ গোবর্ধন এবং ব্রাহ্মণের পূজার বিধান শাস্ত্রে দেওয়া আছে। দ্বাপরযুগে এই তিথিতে ভগবান দামোদর ইন্দ্রের প্রকোপ থেকে ব্রজবাসীদের অভয় দেওয়ার জন্য গিরিরাজ গোবর্ধনের পূজা এবং ব্রাহ্মণ পূজার প্রচলন করে ছিলেন। যা কালের পরিক্রমায় অভ্যাহত রয়েছে।
আই নিউজ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি


















